দ্য কলকাতা মিরর ব্যুরো : দুর্নীতির অভিযোগ উঠল বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন সুইজারল্যান্ডের এক প্রসিকিউটর।সংবাদ সংস্থা এপি’র সূত্রে পাওয়া খবর অনুযায়ী, 2017 সালে প্রাক্তন সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবেরের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের গোপন বৈঠকের কারণে এই মামলা করা হয়েছে।
গত সপ্তাহে দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন লাওবের। তাঁর বিরুদ্ধে অভিযোগ ফিফায় চলা দুর্নীতি নিয়ে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে তথ্য গোপন করেছেন লাওবের। ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের বিষয়টিও চেপে যান তিনি।
দাবি করা হচ্ছে, 2017 সালের জুন মাসে বার্নের এক হোটেলে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেন লাওবের। যেটি বিগত 15 মাসে তাঁদের তৃতীয় বৈঠক ছিলো। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইনফান্তিনো ও লাওবের দুজনেই।