দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সাদা কালো ব্রিগেডর নতুন হেডস্যার এর নাম ঘোষণা হলো আজ । খবর অনুযায়ী ভারতীয় ফুটবলের আগামী মরশুম খুব সম্ভবত সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে, দ্বিতীয় ডিভিশন আই লীগে খেলতে দেখা যাবে ময়দানের তৃতীয় প্রধান মহমেডান স্পোটিং ক্লাব কে। আই লীগের মূলপর্বে যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে দল গড়েছে ক্লাবের তরুন প্রজন্মের নয়া কর্তারা। দলের শক্তি বৃদ্ধি করতে সংযোজিত হয়েছে উইলিস প্লাজা,এজে কিংসে দের মতো ভারতীয় ফুটবলের একাধিক পরিচিত নাম।গত মরশুমে দলকে সাফল্য এনে দেওয়া নাইজেরিয় কোচ শাহিদ রামনের ‘এ’ লাইসেন্স না থাকার দরুন কর্তাদের একজন লাইসেন্স ধারী কোচ নিতেই হতো।মোহামেডান কোচ হলেন ইয়ান ল।
যদিও ফুটবলপ্রেমী বাঙালীদের কাছে যথেষ্টই পরিচিত নাম ইয়ান, কলকাতা নিবাসী এই কোচ একসময় মহমেডান ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবলের দায়িত্ব ও সামলেছিলেন। পাশাপাশি শেষ আই লীগ মরসুমেপাঞ্জাব এফসির হয়ে দেশের কনিষ্ঠতম আই লীগ কোচ ছিলেন এ লাইসেন্স প্রাপ্ত ইয়ান। এবার ইয়ানের কোচিংয়ে আইলীগে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তৈরী হবে মহমেডান।