28 C
Kolkata
Sunday, June 26, 2022
More

  করোনা আবহের মধ্যেই লাল হলুদে শতবর্ষ উদযাপন হলো ক্লাব তাঁবুতে

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গে বিগত বেশ কয়েক সপ্তাহ জুড়ে ক্লাবের অন্দরমহলে চাপানউতার চললেও শততম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ভিন্ন চিত্র উঠে আসলো লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব তাঁবুতে । এদিন সকাল থেকেই ক্লাবে ব্যাস্ততা ছিল চোখে পড়ার মতো । করোনা আবহের মধ্যেই  ক্লাবের জার্সি গায়ে ক্লাব প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেন সদস্য সমার্থকরা।

  গত বছর কুমোরটুলি থেকে ইস্টবেঙ্গল ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে ইস্টবেঙ্গল শতবর্ষের সূচনা করেছিল। এছাড়াও গোটা অগাস্ট মাস জুড়েই নানা জমকালো অনুষ্ঠানের ডালি নিয়ে হাজির হয়েছিলেন কর্তারা, কিন্তু এবার করোনা মহামারীর জেরে সেসব জৌলুস উধাও। নমোনমো করে পতাকা তুলে আর কেট কেটেই শতবর্ষ পালন করতে হলো । এদিন সকাল দশটায় সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণ দে, ভাস্কর গাঙ্গুলীদের মতো প্রাক্তন ফুটবলারদের পাশে নিয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কাটেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

  অনুষ্ঠানে উপস্থিত  লাল হলুদ সমর্থকের মনে ঘোরা ফেরা করছিলো একটাই প্রশ্ন, তবে কি আজই ঘোষণা হবে নতুন ইনভেস্টেরের নাম ,যার দিকে চাতক পাখির মতো তারা চেয়ে আছেন, কিন্তু একঘন্টার অনুষ্ঠান শেষে তাদের ভাগ্যে জুটলো একরাশ হতাশা। যদিও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁরা এখনও আইএসএল খেলার খেলার ব্যাপারে আশাবাদী, যদিও ইনভেস্টর প্রসঙ্গে কোনো আশার বাণী শোনাতে পারেননি তিনি ।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  আগামী সোমবার খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আগামী ২৭ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু...

  পুজোর বাকি ১০০ দিন ! অধীর আগ্রহে অপেক্ষায় বাঙালি

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পুজোর বাকি ১০০ দিন। এখন থেকেই পুজোর প্ল্যানিং ? এখনও ঢের বাকি ! না,...

  দুর্বল মৌসুমী বায়ু ! অনিশ্চিত বর্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : মৌসুমি বায়ু ঢুকলেও দক্ষিণবঙ্গে দুর্বল হয়ে পড়ল। আগামী কয়েকদিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা দেখছেন না...

  আরেকটা করোনা বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে রাজ্য ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্যে ভয়াবহ আকার নিল করোনা। এক লাফে ৭০০ পার করল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক...

  এক অভিনব সাইকেল যাত্রা শুরু করলো সিভিক ভলেন্টিয়ার বিপ্লব দাস ।

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :এক অভিনব সাইকেল যাত্রা শুরু করলো বিরাটির সিভিক ভলেন্টিয়ার বিপ্লব...