সবুজ মেরুনের ঘরের ছেলে শিল্টন পালকে তুলে নেওয়ার পর এবার ‘রেড মেশিন’ ব্রিগেডে আরও এক বঙ্গসন্তান। মহমেডান দলের প্রাক্তন অধিনায়ক কামরান ফারুখ এবার যোগ দিলেন চার্চিলে। আসন্ন মরসুমে দুবারের আই লীগ জয়ী গোয়ানিজ ক্লাবটির হয়ে খেলতে দেখা যাবে তরুন এই লেফট ব্যাককে। শেষ পাঁচটি মরসুমে সাদাকালো জার্সিতে দুরন্ত খেলে সকলের নজর কেড়েছেন কলেজ স্ট্রীট কলাবাগান অঞলের ছেলেটি।
সাদাকালো জার্সিতে কামরান :ছবি দ্য ক্যালকাটা মিরর
ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর অন্ধভক্ত কামরান কেরিয়ারের প্রথম পেশাদার দল মহমেডানের হয়ে খেলাকালীন জিতেছেন সিকিম গর্ভনস গোল্ড কাপ, বরদোলুই ট্রফি সহ ভারতীয় ফুটবলের একাধিক প্রতিযোগিতার শিরোপা। শেষ মরসুমে ডুরান্ড কাপ ও কলকাতা লীগে মহমেডান স্পোটিং কে নেতৃত্ব দেয় বছর চব্বিশের ডিফেন্ডার।
পবিত্র ঈদের দিনে চার্চিল ব্রাদার্স দলে যোগদানের পর কামরান দ্য ক্যালকাটা মিররকে ফোনে জানিয়েছেন ‘ চার্চিলের মতো ভারতীয় ফুটবলের সফল দলে যোগ দিতে পেরে দারুন উচ্ছ্বসিত। সর্মথকদের প্রবল চাপ সামলে দীর্ঘ সময় মহমেডান দলের হয়ে খেলার অভিঞ্জতা কাজে লাগিয়ে নতুন দলে সেরাটা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই আপাতত পাখির চোখ। তবে, মাঠের ভিতরে এবং বাইরে মহামেডান সমর্থকদের ভালোবাসা মিস করব সর্বদা’।