দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : চমকের পর চমক দিয়েই চলেছে মহামেডান স্পোর্টিং l গত শুক্রবারই ভারতীয় ফুটবলের সর্বকনিষ্ট এএফসি এ লাইসেন্স ধারী কোচ ইয়ান ল’কে আগামী মরশুমের কোচ নিযুক্ত করেছে তারা, আর আজ মোহনবাগানের প্রথম আই লিগ জয়ী দলের সদস্য সৌভিক ঘোষকে জালে তুলে সমর্থকদের ঈদের উপহার দিলেন দীপেন্দু বিশ্বাসরা l
মোহনবাগানের হয়ে 2014-15 মরশুমে আই লিগ এবং 2015-16 মরশুমে ফেড কাপ জেতা সৌভিকের শুরুটা হয় পৈলান অ্যারোজে, সেখান থেকে মোহনবাগান হয়ে আইএসএলের মঞ্চে নিজেকে প্রমান করেছেন দিল্লী ডায়নামোজ, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসির মতো দলের জার্সি গায়ে l
একদা জাতীয় দলের নিয়মিত সদস্য সৌভিককে চোট আঘাত তার সমসাময়িক বাকি ফুটবলারদের থেকে বেশ কিছুটা পিছনে ফেলে দিয়েছে, গত মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের প্রথম একাদশেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না, তাই নিজেকে ফের একবার প্রমান করার তাগিদ নিয়ে গড়ের মাঠে ফিরছেন এই 27-বছর বয়সী লেফট ব্যাক l
দ্য ক্যালকাটা মিররের প্রতিনিধি সৌম্যজিৎ করকে ফোনে সেই কথাই জানিয়েছেন উত্তরপাড়ার এই ফুটবলার l তিনি বলছিলেন, ‘মহামেডানের মতো দেশের নামজাদা ক্লাবে যোগ দিয়ে বহুদিন পর কলকাতা ময়দানে ফিরতে পেরে ভালো লাগছে।মহামেডানকে আই লীগে তোলাই প্রাথমিক লক্ষ্য।’
সৌভিক আরও জানিয়েছেন দলের স্বার্থে স্টপার বা সাইডব্যাক রক্ষণভাগের যে কোনো পজিশনেই নিজের সেরাটা দেওয়ার জন্যে বদ্ধপরিকর তিনি। পাশাপাশি আইএসএল থেকে সঞ্চিত অভিজ্ঞতাও ভাগ করে নিতে চান বাকি সতীর্থদের সাথে।
ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের তত্বাবধানে দ্বিতীয় ডিভিশন আই লীগকে পাখির চোখ করে ইতিমধ্যেই এজে কিংসলে-উইলিস প্লাজার মতো ভারতীয় ফুটবলের হেভিওয়েট বিদেশী সই করিয়ে শক্তিশালী দল গড়ে ফেলেছে মহামেডান, এছাড়াও এশীয় কোটায় কাতসুমি ইউসা, কোমরন তুরসোনভের মতো বিদেশীদের সাথে কথা চালাচ্ছে তারা।