দ্যা ক্যালকাটামিরর ব্যুরো: ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল করেছেন, পেনাল্টি মিস করেছেন। কিন্তু ছুঁয়েছেন ৮৬ বছর পুরোনো এক রেকর্ড। ইতালীয় সিরি’আতে নতুন ইতিহাস গড়ার দিনে তাঁর দল জুভেন্টাস নিশ্চিত করেছে আরও একটি লিগ শিরোপা।
এদিন লিগে দুটি ম্যাচ বাকি থাকতেই টানা নবমবারের মতো লিগ শিরোপা জয় করল দলটি। ইতালি তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান, সিরি’আ, জার্মান বুন্দেস) লিগা) টানা এতোগুলো লিগ শিরোপা জয়ের রেকর্ড এই মূহুর্তে দ্বিতীয় কোনো দলের নেই।
যদিও এই আনন্দের মধ্যেও রোনাল্ডোর আক্ষেপ এমন একটা রাতে ওই মিস করা পেনাল্টিটা। সাম্পদোরিয়াকে ২–০ গোলে হারানোর ম্যাচে অন্য গোলটি ফ্রেডেরিকো বের্নাদেস্কির। পর্তুগিজ তারকা প্রথমার্ধের একেবারে শেষ দিকে পিয়ানিচের দারুণ এক বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে নিয়েছিলেন।
এই গোলটি জুভেন্টাসের হয়ে এক মৌসুমে রোনাল্ডোর ৩১তম গোল। যা তাঁকে স্পর্শ করতে সহায়তা করল ৮৬ বছরের পুরোনো এক রেকর্ড।
যদিও সাফল্যের আড়ালে জুভেন্টাসকে ভাবিয়ে তুলছে দানিলো আর পাওলো দিবালার চোট। গতকাল প্রথমার্ধেই এই দুজন চোট নিয়ে মাঠ ছাড়েন।
সাম্পদোরিয়াও অবশ্য ছেড়ে কথা বলেনি। দ্বিতীয়ার্ধে দলটি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে। কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। ফাবিও কোয়ালিয়ারেল্লা বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। ৬৭ মিনিটে হিগুয়েইনের পাস থেকে বল পেয়ে রোনাল্ডোর শট সাম্পদোরিয়ার গোলরক্ষক ফেরালোও ফিরতি বলে গোল করেন বের্নাদেস্কি।
দ্বিতীয়ার্ধে রোনাল্ডো পেনাল্টি মিস তো করেছেনই। গোল মিস করেছেন গঞ্জালো হিগুয়েইন। লিওনার্দো বোনুচ্চির একটি শট গোললাইন থেকে ফিরিয়েছেন সাম্পদোরিয়ার জাপানি ফুটবলার মায়া।
ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে জুভেন্টাসের এই সাফল্য রোনাল্ডো উদ্যাপন করেছেন। সেখানে তিনি বলেছেন, “কাজটা সেরে ফেললাম। হয়ে গেলাম ইতালির চ্যাম্পিয়ন”। তিনি এই সাফল্যকে উৎসর্গ করেছের জুভেন্টাসের সকল ভক্তদের। এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন- ‘এ সাফল্য জুভেন্টাসের সব ভক্তদের। ব্যাপারটা সহজ ছিল না। আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা আর শুভকামনা আমাদের খুব প্রয়োজন ছিল এ কঠিন শিরোপার লড়াইয়ে সফল হতে। এই সাফল্য আপনাদেরই, এ শিরোপা গোটা ইতালির।’