26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    শুভ জন্মদিন ক্যাপ্টেন-লিডার-লেজেন্ড -দেবব্রত মজুমদার

    আজ আপনাদের এক ফুটবল জাদুকরের কাহিনী শোনাবো। এই জাদুকর মেসি বা রোনাল্ডো নন কিন্তু তাঁদের থেকে কমও নন, ফুটবল মাঠে একশো তিরিশ কোটি ভারতীয়র আশা ভরসার নাম তিনি, হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি ক্যাপ্টেন-লিডার-লেজেন্ড তিনি সুনীল ছেত্রী।

    শুরুর দিকে বাইচুং ভুটিয়াকে পাশে পেলেও বিগত এক দশক ধরে একা কুম্ভ হয়ে ভারতকে জিতিয়েছেন অনেক ম্যাচই, কিন্তু একা আর কতই বা করা যায় ফুটবলটা যে এগারো জনের খেলা তাই দেশের জার্সি গায়ে সাফল্যের থেকে ব্যার্থতাই বেশি, কিন্তু আপামোর ভারতবাসীর গর্ব হয় যখন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সুয়ারেজ-নেইমারদের পিছনে ফেলে রোনাল্ডো-মেসির সাথে পাল্লা দেন তিনি।

    সুনীল সমন্ধে বলতে গিয়ে তার একসময়ের সতীর্থ দীপেন্দু বিশ্বাস বলছিলেন, ‘সুনীল যখন মোহনবাগানে আসে তখন ওর খুবই কম বয়স, তবে প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম সে বাকিদের থেকে আলাদা। প্রথমদিন থেকেই ওর মধ্যে নিজেকে প্রমান করার জেদ ছিল চোখে পরার মতো, সব সময় ওর মধ্যে নতুন কিছু শেখার তাগিদ দেখা যেত।’

    এই প্রাক্তন ভারত অধিনায়ক আরও জানান, ‘একজন স্ট্রাইকারের পক্ষে সুনীলের চেহারাটা আদর্শ ছিল না কোনদিনই, কিন্তু সে কঠোর পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমে নিজেকে এই স্থানে উপনীত করেছে যে আজ গোটা দেশ তার জন্যে গর্বিত, বলতে দ্বিধা নেই এই প্রজন্মের অন্যতম সেরা সুনীল।’

    দীপেন্দুর ভাষায় 2002 সালে মোহনবাগানে পথ চলা শুরু করা সেদিনের সেই ছোট্ট সুনীল আজ বেঙ্গালুরু এফসি’র ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তৃতীয় ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাবে খেলা সুনীল দেশের হয়ে জয় করেছেন 2007, 2009, 2012 সালে নেহেরু কাপ, 2011, 2015 সালে সাফ চ্যাম্পিয়নশিপ এবং 2008 সালে এএফসি চ্যালেঞ্জ কাপ।

    যখন তার সমসাময়িক বাকি সব ফুটবলারই বুট জোড়া তুলে রেখেছেন চার বারের এআইএফএফ বর্ষসেরা সুনীল ছত্রিশেও মাঠে সমান তালে আগুন ঝরাচ্ছেন, তাইতো তাঁর তুলনা শুধু তাঁর সাথেই চলে। শুভ জন্মদিন ক্যাপ্টেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...