দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি আইএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছে এটিকে মোহনবাগান। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মুম্বাই সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। এমন পরিস্থিতিতে থেকেও এবার আগামী মরশুমে দলগঠনের ব্যাপারে বড়সড় উদ্যোগ নিতে চলেছে সবুজ-মেরুণ শিবির। ইতিমধ্যেই একাধিক দেশী ও বিদেশী তারকা খেলোয়াড়দের সাথে প্রাথমিক কথাবার্তা চালাচ্ছে এটিকে মোহনবাগান। চলতি আইএসএলে দুর্দান্ত ফর্মে থাকা দুই ফুটবলার হোলিচরণ নার্জারি এবং স্টিফেন এজেকে টার্গেট করল হাবাসের দল।
টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানা গিয়েছে, হায়দ্রাবাদ এফসির তারকা মিডফিল্ডার হোলিচরণ নার্জারিকে পেতে বদ্ধপরিকর তারা। যদিও ২০২২ সাল অবধি হায়দরাবাদের সাথেই চুক্তিবদ্ধ রয়েছেন হোলি, কিন্তু ২৬ বছরের এই উইঙ্গারের জন্য এক কোটি টাকা খরচ করতেও রাজি সবুজ-মেরুণ টিম ম্যানেজমেন্ট। চলতি আইএসএলে দারুণ ফর্মে রয়েছেন হোলিচরণ। প্রতিটি ম্যাচেই হায়দ্রাবাদের হয়ে শুরু করেছেন এবং ১০ ম্যাচে তিন গোল করেছেন।
অপরদিকে জামশেদপুরের হয়ে স্টিফেন এজে চলতি মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ডিফেন্সেও তিনি সপ্রতিভ। সেই সঙ্গে সেট পিস থেকে আক্রমণের সময়ও বিপক্ষ রক্ষণকে চাপে ফেলে দেন তিনি। তিনটি গোলও তিনি করে ফেলেছেন চলতি আইএসএলে। তাই তার সাথে চুক্তি করতে বদ্ধপরিকর সবুজ মেরুণ শিবির।