মালাপুরমের প্রতিশ্রুতিমান উইঙ্গার ফসলু রহমানকে দলে নিয়েছে গোকুলাম কেরালা। ফসলু তৃতীয় খেলোয়াড় যাকে গোকুলাম আসন্ন মরশুমের জন্যে সই করিয়েছে।
২২ বছর বয়সি এই খেলোয়াড়টি স্যাট তিরুর এবং ওজোন এফসির হয়ে খেলার পাশাপাশি ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফিতেও অংশ নিয়েছেন। গত মরশুমে কেরালা প্রিমিয়ার লিগে স্যাট তিরুরের হয়ে নয়টিরও বেশি গোল করা ফসলু ওজোন এফসির হয়ে জিতেছেন ব্যাঙ্গালোর সুপার ডিভিশন লিগ। শুধু তাই নয়, কয়েক মরশুম আগে ত্রিপুরা লিগে খেলার সময় তার দুর্দান্ত পারফর্মেন্স তাকে ভিন রাজ্যের হওয়া সত্ত্বেও ত্রিপুরার সন্তোষ ট্রফির দলে জায়গা করে দিয়েছিল।
“গোকুলাম কেরালাতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ক্লাবটি আমার মতো আরও তরুণ খেলোয়াড়দের নিজেকে প্রমান করার মঞ্চ প্রদান করেছে। আমি এখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো এবং আমার লক্ষ থাকবে আই লিগের প্রতিটি ম্যাচেই শুরু করা। আমি গোকুলামের কেরালার বেশিরভাগ খেলোয়াড়কেই চিনি এবং এটি আমার কাছে নিজের বাড়ির মতো,” ফোনে জানিয়েছেন ফসলু।