দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এবার ইংল্যান্ড ফুটবলে মাঠে ইচ্ছাকৃত ভাবে কাশলেই জুটবে লাল কার্ড। করোনা আবহের মধ্যে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ নিয়ম নির্ধারক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। রেফারি যদি মনে করেন কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষ খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়ালদের উপর ইচ্ছাকৃত ভাবে কেশেছেন তবে তাকে আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই লাল কার্ড দেখাতে পারেন।
আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর তরফ থেকে জানানো হয়েছে, যে কাশি দেওয়ার ব্যাপারটা অবমাননাকর অঙ্গভঙ্গি রূপে বিবেচনা করা হবে কিনা তা ঠিক করার স্বাধীনতা রেফারিকে দেওয়া হয়েছে।
আইএফএবি এক বিবৃতিতে জানিয়েছে, “ফুটবল মাঠে ইচ্ছাকৃত কাশিকে আপত্তিজনক বা অবমাননাকর ভাষা বা অঙ্গভঙ্গি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। সমস্ত অপরাধের মতো এই অপরাধের সম্পর্কে রেফারিকে রায় দিতে হবে। যদি এটি একটি দুর্ঘটনা হয় বা কোনো খেলোয়াড় অন্য খেলোয়াড় থেকে দূরে কাশি দেন তবে রেফারিকে কোনও পদক্ষেপ নিতে হবে না, তবে কেউ যদি এটা ইচ্ছাকৃত ভাবে কোনো খেলোয়াড়ের উপরে করে থাকেন তাহলে রেফারি সেখানে ব্যবস্থা নিতে পারেন।”
এই ক্ষেত্রে ইংল্যান্ডে তৃণমূল স্তরের ফুটবলের জন্য এফএর দিকনির্দেশনা তৎক্ষণাৎ কার্যকর হবে।
“যদি লাল কার্ড দেখানোর মতো যথেষ্ট প্রমান না থাকে তবে সেই ক্ষেত্রে রেফারি সংশ্লিষ্ট খেলোয়াড়কে মাঠে অখেলোয়াড়োচিত আচরণের জন্যে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করতে পারেন।”
আরও বলা হয়েছে, “রেফারি সাধারণ কাশিকে অপরাধ হিসেবে গণ্য করে কোনো খেলোয়াড়কে শাস্তি দিতে পারবেন না, এই নিয়ম তখনই কার্যকরী হবে যখন কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো খেলোয়াড়ের উপর এটা করবে।