দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ সেকেন্ড ডিভিশন আই লীগ কলকাতায় আয়োজন করার প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে হয়ে গেল এক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জী ছাড়াও কলকাতা থেকে থেকে অংশ গ্রহণকারী দুই দল ভবানীপুর ও মহামেডানের প্রতিনিধিরা। এআইএফএফ অনুমোদন দিলে সেকেন্ড ডিভিশন আই লীগ কলকাতায় করার জন্য রাজ্য সরকার সব রকম ভাবে সাহায্য করবে এমন টাই নাকি জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী। সম্ভাব্য ভেন্যু হিসেবে কল্যাণীর কথা ভেবে রাখা হয়েছে । যদিও পুরো বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে ।
এই আলোচনায় উঠে আসে ভবানীপুর ও মোহামেডানের প্র্যাক্টিসের প্রসঙ্গ । ৩১শে অগাস্ট পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশানুসারে গোটা দেশে সমস্ত রকম খেলাধুলা বন্ধ থাকবে তাই এর মধ্যে প্র্যাক্টিসের অনুমতি দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় । আগামীদিনে কেন্দ্রীয় সরকার যদি কোনো অনুমতি দেন সেক্ষেত্রে অনুশীলন শুরু করা যেতে পারে ।
আজ থেকে জিম খুলে যাওয়ায় ভবানীপুর ও মহামেডানের প্লেয়াররা সমস্ত রকম স্বাস্থ বিধি মেনে আপাতত জিমেই গা ঘামাবেন, আর কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের সবুজ সংকেত পেলেই মাঠে নেমে পরবেন ।