দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং গোলরক্ষক ইকার ক্যাসিয়াস 39 বছর বয়সে ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন।রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ক্যাসিয়াস গত বছর পোর্তোর একটি প্রাকটিস সেশন চলাকালীন হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন এবং গত বছরের এপ্রিল থেকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলেননি। স্পেনের 2010 বিশ্বকাপ এবং 2008 ও 2012 ইউরো কাপ জয়ী অধিনায়ক ক্যাসিয়াস, রিয়াল মাদ্রিদে ষোলো বছর কাটানোর পর 2015 সালে যোগ দিয়েছিলেন পোর্তোতে।
“আপনার চলার পথে কোথায় গিয়ে শেষ করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পেরিয়ে আসা পথ এবং সেখানে সঙ্গী কারা ছিল। আমি নির্দ্বিধায় বলতে পারি আমি ঠিক পথটাই পেরিয়ে এসেছি এবং স্বপ্নের গন্তব্যে এসে শেষ করেছি, ধন্যবাদ।” মঙ্গলবার নিজের টুইটারে অবসরের কথা ঘোষণা করে লিখেছেন ক্যাসিয়াস।167টি ম্যাচে স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করা ক্যাসিয়াস, স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার। রিয়াল মাদ্রিদে কিশোর বয়সেই নিজের প্রতিভার ঝলক দেখানো ক্যাসিয়াস, লস ব্লাঙ্কোসদের হয়ে 1999 থেকে 2015 পর্যন্ত 725 ম্যাচ খেলে জিতেছেন পাঁচটি লা লিগা এবং দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
খেলা ছাড়ার পর ফুটবল প্রশাসনে আসার ইচ্ছে আছে ক্যাসিয়াসের, চলতি বছরের ফেব্রুয়ারীতে তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।