প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস মনে করেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের আইএসএলে বিদেশী খেলোয়াড়ের সংখ্যা কম করার দাবি একদমই যুক্তি সঙ্গত। মহামেডান স্পোর্টিং ক্লাবের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইস্ট-মোহনের জার্সি গায়ে জাতীয় লিগ জেতা এই প্রাক্তন স্ট্রাইকার।
তিনি বলেন, “ক্লাবগুলি জেতার জন্যেই দল গড়ে, তাই তারা তাদের আক্রমণ ভাগকে শক্তিশালী করার জন্যে বিদেশী খেলোয়াড়দের উপর নির্ভরশীল। লিগে বিদেশীর সংখ্যা কম হলে শুধু স্ট্রাইকারই নয়, অন্নান্য পজিশনেও ভালো ভারতীয় খেলোয়াড় উঠে আসবে, যা আখেরে ভারতীয় ফুটবলের জন্যেই লাভকারী হবে।”
ভারতীয় দলের হয়ে 40টির বেশি ম্যাচ খেলা দীপেন্দু আরও ব্যাখ্যা করেন “আইএসএল দেশের এক নম্বর লিগ, এবং এতে কোনো সন্দেহ নেই যে আইএসএল আসার পর ভারতীয় ফুটবলের মান উন্নত হয়েছে। তবে একই সাথে আমাদের জাতীয় দল নিয়েও ভাবতে হবে এবং, লিগে বিদেশী কমানোর প্রসঙ্গে আমি আমি ইগর স্টিম্যাচের সঙ্গে একমত।”
বিগত প্রায় একদশক ধরে সুনীল ছেত্রী একার কাঁধে জাতীয় দলের ভার বহন করে চলেছেন। কিন্তু কয়েক দিন আগেই 36তম জন্মদিন পালন করা সুনীল যখন তাঁর ক্যারিয়ারের গোধূলি বেলায় পৌঁছে গেছেন, তখন প্রত্যেক ভারতীয় ফুটবল অনুরাগীর মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, সুনীলের পর কে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দীপেন্দু বলেন।
“অবশ্যই, আমি মনে করি দেশীয় স্ট্রাইকারদের অভাব একটা সমস্যা। এটি একটি বড় উদ্বেগের কারণ, সুনীলের পরে আর সেভাবে কাউকেই দেখা যাচ্ছে না। আমি মনে করি তৃণমূল স্তরে স্ট্রাইকারদের উপর আমাদের আরও ফোকাস করা দরকার। তৃণমূল স্তর থেকেই তাদের টেকনিক শক্তিশালী করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া জরুরি।আইএফএ যে স্ট্রাইকারদের একাডেমি গড়ার পরিকল্পনা নিয়েছে সেটা হলে কলকাতা ফুটবলে অন্তত এই সমস্যার কিছুটা সমাধান হবে বলে আমি আশাবাদী,” তিনি যোগ করেন।
আইএসএলে বিদেশী কমানোর পক্ষে সওয়াল দীপেন্দু বিশ্বাসের – দেবব্রত মজুমদার

