দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ সময়ে আবারও জুভেন্টাসের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ থেকে দুই মরশুমে আগে চ্যাম্পিয়নস লিগ জয়ের চ্যালেঞ্জ নিয়েই তুরিনে এসেছিলেন তিনি।কিন্তু গত মরশুমের মতো চলতি মরশুমেও রোনাল্ডো ম্যাজিক দেখা গেলেও ভাগ্য ফিরল না কিলার লেডিদের। প্রথম লেগে অলিম্পিক লিঁওর মাঠ থেকে 1-0 গোলে হেরে এসেছিল সিরি আ চ্যাম্পিয়নরা, ঘরের মাঠে তাই রোনাল্ডোর জোড়া গোল যথেষ্ট হলো না জুভেন্টাসের জন্যে, 2-1 গোলে জেতা সত্বেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো তাদের।
দ্বাদশ মিনিটে স্পটকিক থেকে গোল করে এগিয়ে যায় লিঁও।ডি-বক্সে ঢুকে পড়া আউয়ারকে স্লাইড ট্যাকল করেন রদ্রিগো বেন্তানকুর। টিভি রিপ্লেতে পরিষ্কার ট্যাকলই মনে হয়েছে, বলে পা লাগিয়েছিলেনও তিনি। তবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, ভিএআরেও সিদ্ধান্ত বহাল থাকে। ঠাণ্ডা মাথার স্পট কিকে বল জালে পাঠান ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই।40তম মিনিটে রোনাল্ডোর ফ্রিকিক বাঁচিয়ে দেন লিঁও গোলরক্ষক লোপেস। তবেতিন মিনিট পরই স্পটকিক থেকে জুভেন্টাসকে সমতায় ফেরান সিআর সেভেন।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে লড়ার কথা থাকলেও সাদামাটা ছিল জুভেন্টাস। 60 মিনিটে রোনাল্ডো একক দক্ষতায় লিড এনে দেন মাউরিজিও সারির দলকে। ডি বক্সের বাইরে থেকে নেয়া তার শটে হাত লাগালেও ঠেকাতে পারেননি লোপেস। এটি তার চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ড 130তম গোল।
এরপরে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ডো-ডিবালারা।
জুভের বিদায়ের ম্যাচে রেকর্ড গড়েছেন রোনাল্ডো। তুরিনের ক্লাবটির হয়ে এক মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 37 গোল করেছেন সিআর সেভেন। ক্লাবের হয়ে যা এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। পর্তুগিজ মহাতারকা ভেঙেছেন আশি বছর পুরোনো রেকর্ড। এর আগে 1933-34 মরশুমে ফেলিস বোরেল 36 গোল করেছিলেন।