দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের ছিটকে যাওয়ার দায় নিজ কাঁধে তুলে নিলেন রাফায়েল ভারান। ফরাসি এই ডিফেন্ডারের ভুলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই গোল হজম করে স্প্যানিশ জায়ান্টরা আর তাতেই শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ ব্যবধানে হেরে যায় লস ব্লাঙ্কসরা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যাবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ম্যান সিটি। রিয়ালের মাঠে প্রথম লেগেও ২-১ গোলে জিতেছিল তারা।
শুক্রবার ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই ভারানের ভুলে গোল হজম করে রিয়াল। তবে ২৮তম মিনিটে তাদের সমতায় ফেরান করিম বেনজেমা। ৬৮তম মিনিটে ভারানের দ্বিতীয় ভুলে ফের পিছিয়ে পড়ে রিয়াল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে রিয়াল সেন্টারব্যাক ভারান বলেন, ‘আমি এখানে কিছু বলতে এসেছি। কারণ আমার ভুলেই হেরেছে রিয়াল। আমাকে এটা স্বীকার করতেই হবে। সতীর্থদের জন্য আমার খারাপ লাগছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম ম্যাচটার জন্য। খেলছিলামও চমৎকার। ভুলগুলোর বড় দাম দিতে হলো। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আমার জন্য এটি একটি কঠিন রাত। যখন ১-১ ছিল, তখনো শেষ আটে যাওয়ার একটা সুযোগ ছিল আমাদের। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি।’
রিয়ালের কোচ হিসেবে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেন জিনেদিন জিদান। এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮তে টানা তিন বার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।