দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান সুব্রত পাল 2023 এএফসি এশিয়ান কাপের দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী। 33 বছর বয়সী এই গোলরক্ষক শেষবার 2017 সালে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। তারপর থেকে গুরুপ্রীত সিং সান্ধুকে নিয়মিত ভারতীয় দলের গোলের নিচে দেখা গেছে।গত মরশুমে আইএসএলে জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত খেলা সুব্রত, আগামী মরশুমের জন্যে হায়দ্রাবাদ এফসিতে যোগ দিয়েছেন।
সোদপুরের মিস্টু এআইএফএফ টিভিতে এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিশ্বাস করি জাতীয় দলের হয়ে আমি এখনো অনেক কিছু দিতে পারি। জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেছেন যার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে তার কাছে দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি দিনরাত কঠোর পরিশ্রম করছি। আমি আরও একটি এশিয়ান কাপ খেলতে চাই। এটা শুনে অদ্ভূত লাগতে পারে।” 2011 সালের এশিয়ান কাপে ভারতের গোলের নিচে সুব্রত ছিলেন।
ভারত ইতিমধ্যে 2022 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দৌড় থেকে বাইরে চলে গেলেও, স্টিম্যাচের দলের কাছে 2023 এশিয়ান কাপ খেলার সুযোগ রয়েছে। ভারতের যৌথ যোগ্যতা (বিশ্বকাপ এবং এশিয়ান কাপ) অর্জন অভিযান শুরু হবে 8ই অক্টোবর ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে।