দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার জেরে কোচ মাউরিজিও সারিকে বরখাস্ত করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রোনাল্ডো-দিবালাদের নতুন হেড স্যার ঠিক করে ফেললো জুভেন্টাস। তিনি আর কেউ নন জুভেন্টাসের প্রাক্তন মিডফিল্ডার এবং ইতালিয় ফুটবলের কিংবদন্তী অন্দ্রে পিরলো। জুভেন্টাস তাঁদের টুইটার একাউন্ট থেকে ঘোষণা করেছে।পিরলো দু’বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছেন, 2022 সালের জুন মাস পর্যন্ত তুরিনের ক্লাব টির রিমোট কন্ট্রোল তাঁর হাতেই থাকবে।
ঘরের মাঠে প্রথম লেগে 1-0 ব্যাবধানে হারের জেরে, গতকাল অলিম্পিক লিওঁর সাথে 2-1 গোলে জিতেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া হয়নি তুরিনের ক্লাবটির যার শাস্তি স্বরূপ চাকরি যায় সারি’র।41 বছরের পিরলো তাঁর খেলোয়াড় জীবনে ইন্টার মিলান, এসি মিলান এবং জুভেন্টাসের জার্সি গায়েই বেশির ভাগ সময় কাটিয়েছেন। পিরলো এসি মিলানের হয়ে দুটি সিরি আ শিরোপা জয়ের পাশাপাশি, দুবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং একবার ক্লাব বিশ্বকাপ জয় করেছেন, জুভেন্টাসের হয়েও তিনি চার বার সিরি আ জিতেছেন।
ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবলে 116টি ম্যাচ খেলা পিরলো বিখ্যাত ছিলেন সেটপিসে তাঁর দক্ষতার জন্যে। ইতালির 2006 বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, এছাড়াও ইটালিকে 2012 ইউরো কাপের ফাইনালে তুলতে তাঁর বড় ভূমিকা ছিল। 2017 সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিংএ আসা পিরলো এর আগে জুভেন্টাসেরই অনুর্ধ-23 দলের দায়িত্বে ছিলেন।