দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:লিওনেল মেসির কাঁধে ভর করে ঘরের মাঠে নাপোলির বিপক্ষে 3-1 গোলে জিতলো বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে 4-2 গোলে জিতে ইউরোপ সেরার লড়াইয়ের শেষ আটে পৌঁছে গেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের 10 মিনিটে ক্লিমেন্ট লিংলেটের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির নেওয়া কর্ণার থেকে হেডে গোল করেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। এরপর প্রথমার্ধের 23 মিনিটে আরও এক গোল করে বার্সা। এবার সরাসরি জালে বল জড়ান মেসি। দুই ডিফেন্ডারের পায়ের কাছ দিয়ে পাওয়া অল্প জায়গা থেকে অসাধারণ এক গোল করেন তিনি।
বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটিতেও অবদান রয়েছে তাঁর। প্রথমার্ধের সংযোজিত সময়ে নাপোলির বক্সে ফাউলের শিকার হন মেসি। পেনাল্টি পেয়ে যায় দল। লুইস সুয়ারেজ গোল করে দলকে 3-0 গোলে এগিয়ে নেন। প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার আগে এক গোল শোধ করেও পরে সুবিধা করতে পারেনি নাপোলি। লোরেনজো ইনসিগনে নাপোলির হয়ে গোল করেন।
আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা।