দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার এবং মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মণিটোম্বি সিংহ। বেশ কিছু দিন ধরে লিভার ক্যান্সারে ভোগার পর অবশেষে শনিবার শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চল্লিশ।
১৯৮১ সালের ১০ জুন মনিপুরের রাজধানী ইম্ফলের কাছে আচানবেগেইতে জন্মগ্রহণ করা মনিটোম্বি তাঁর খেলোয়াড় জীবন শুরু করেছিলেন আর্মি বয়েজের হয়ে, এর পাশাপাশি সার্ভিসেসের হয়েও দুই মরশুম খেলেন তিনি। পরবর্তীকালে তাকে এয়ার ইন্ডিয়া, সালগাওকার এবং মোহনবাগানের হয়ে খেলতে দেখা গিয়েছিল।
২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত সবুজ মেরুনে খেলা মণিটোম্বি, মূলত রাইট ব্যাক হলেও মাঝ মাঠেও বেশ কিছু ম্যাচে খেলতে দেখা গেছে তাঁকে। ২০০৪ সালে মোহনবাগানের এয়ারলাইন্স গোল্ড কাপ জয়ী দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি।
দেশের জার্সি গায়ে মনিটোম্বি প্রতিনিধিত্ব করেছিলেন ২০০২ বুশান এশিয়ান গেমসে। ২০০২ সালে স্টিফেন কনস্ট্যান্টিনের কোচিংয়ে ঐতিহাসিক এলজি কাপ জয়ী ভারতীয় অনুর্ধ তেইশ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেবার ভিয়েতনামকে হারিয়ে ১৯৭১-এর পর প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জিতেছিল ভারত।
মনিটোম্বি ২০১২ সালে নেরোকা এফসির হয়ে মণিপুর স্টেট লিগে খেলা শুরু করেন, ২০১৪ সালে নেরোকার প্রথম মণিপুর স্টেট লিগ শিরোপা জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিলো। পরবর্তীকালে তাঁকে অনুবা ইমাগি মঙ্গলের (AIM) হয়ে মনিপুর স্টেট লিগ খেলতে দেখা গিয়েছিল। ফুটবল থেকে অবসর গ্রহণের পরে তিনি এআইএমের প্রধান কোচ হিসাবে যোগ দিয়েছিলেন।