দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:উইলিস প্লাজা-এজে কিংসলের মতো বিদেশি সই করিয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগের আগে মহামেডান স্পোর্টিং ক্লাব শক্তিশালী দল গড়ে ফেললেও, পিছিয়ে নেই কলকাতার আর এক ক্লাব ভবানীপুরও। ব্ল্যাক প্যান্থারস ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্যে তারাও কোমর বেঁধে নেমে পড়েছে।
গত মরশুমে কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা আনসুমানা ক্রোমাকে তারা আগেই দলে নিয়েছিল, আর এবার তারা জালে তুললো কলকাতা ময়দানের আরও এক পরিচিত বিদেশি ফিলিপ আদজাকে। 2018-19 মরশুমে মহামেডানের জার্সি গায়ে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু করা আদজা গত মরশুমে নেরোকা এফসির হয়ে আই লিগ খেলেছেন। লিগে নেরোকার পারফরমেন্স সাদামাটা হলেও, নয় ম্যাচে আট গোল করে সবার প্রশংসা কুড়িয়ে ছিলেন এই ঘানার স্ট্রাইকার। বলাই বাহুল্য ফর্মে থাকলে দ্বিতীয় ডিভিশন আই লিগ এমনকি আই লিগের যেকোনো রক্ষনকে ভাঙার ক্ষমতা রাখে ক্রোমা-আদজা জুটি।
ক্রোমা-আদজা ছাড়া স্বদেশী ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও মহামেডানকে টেক্কা দিচ্ছে শঙ্করলাল চক্রবর্তীর ভবানীপুর, ক্লাব ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, অর্ণব মন্ডল-কিংশুক দেবনাথের মতো অভিজ্ঞ ফুটবলারদের সাথে কথা বলার পাশাপাশি মোহনবাগানের প্রাক্তনী অরিজিৎ বাগুই এবং শেখ ফাইয়াজের সাথে অনেক দূর কথা এগিয়েছে ভবানীপুরের। এছাড়াও মহামেডান থেকে যোগ দিতে পারেন জিতেন মুর্মু।
এদিকে অসমর্থিত সূত্র থেকে খবর পাওয়া গেছে দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকে দল প্রত্যাহার করেছে আহমেদাবাদের আরা এফসি। ঠিক কি কারণে আরা দল প্রত্যাহার করেছে তা এখনো পরিষ্কার না হলেও মনে করা হচ্ছে করোনা জনিত লকডাউনের কারণে তৈরী হওয়া আর্থিক সমস্যার জেরেই তাদের এই সিদ্ধান্ত। এর আগে এফসি কেরালা, এইউ রাজস্থান এফসি এবং লোনষ্টার কাশ্মীর এফসি দল প্রত্যাহার করেছিল আর এখন আরা সরে দাঁড়ানোয় লিগে মোট দলের সংখ্যা দাঁড়ালো চার।