দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:পচিশ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো প্যারিস সেন্ট জার্মেই (PSG)। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি শেষবার সেমিফাইনালে খেলেছিল 1994-95 মরশুমে।
বুধবার পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পিএসজি 2-1 গোলে হারায় ইতালিয়ান ক্লাব আটলান্টাকে। ম্যাচের 89 মিনিট পর্যন্ত 0-1 গোলে পিছিয়ে থাকা পিএসজি 2 মিনিট 30 সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে নাটকীয় জয় তুলে নেয়।
ম্যাচের 26 মিনিটে মারিও পাসালিচ গোল করে এগিয়ে দেন আটলান্টাকে। এর পর সমতা ফেরানোর বেশ কিছু সুযোগ আসলেও নির্ধারিত সময়ের শেষ মিনিট পর্যন্ত কাঙ্খিত গোলের জন্যে অপেক্ষা করতে হয় পিএসজিকে, যখন নেইমারের পাস থেকে বল জালে জড়ান তার জাতীয় দলের সতীর্থ মার্কুইনস, এর পর সংযোজিত সময়ে তৃতীয় মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মটিং জয় সূচক গোলটি করে যান।
সেমিতে পিএসজির প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা আরবি লিপজিগ। আজ রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অ্যাটলেটিকো-লিপজিগ।