দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: বারের মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত প্রাক্তন ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায় । ফুটবলে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। বুধবার ক্লাবের এগজিকিউটিভ কমিটির বৈঠকের পর একথাই জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৯ জুলাই সন্ধে ছ’টায় ভারচুয়ালি অনুষ্ঠানটি আয়োজিত হবে। সেখানেই মোহনবাগান রত্ন পাবেন প্রয়াত প্রাক্তন ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায়।


এছাড়া গত মরশুমে আইএসএলে দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা ফুটবলারের পুরস্কার পাবেন এটিকে-মোহনবাগানের রয় কৃষ্ণা। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ক্লাবের হয়ে দুর্দান্ত খেলার জন্য সেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণ। সেরা অ্যাথলিটের পুরস্কার পাচ্ছেন বিদিশা কুণ্ডু। এদিনের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ক্লাবের অন্যতম সহ-সভাপতি করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন এগজিকিউটিভ কমিটির সদস্যরা।