দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘদিন ধরে ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও পথে কিছু বিক্ষোভ প্রদর্শনের পর এবার বৃহত্তর কর্মসূচিতে নামতে চলেছেন লাল-হলুদ সমর্থকরা। আগামী ২১ জুলাই অর্থাৎ বুধবার বিকেল তিনটের সময়ে ইস্টবেঙ্গল তাঁবুর সামনে উপস্থিত হবে একাধিক ফ্যান ফোরাম। আন্দাজ করা হচ্ছে, অন্ততপক্ষে শতাধিক সমর্থক উপস্থিত হবে এই বিক্ষোভে। তাদের বক্তব্য একটিই, চুক্তিতে সই করো নইলে গদি ছাড়ো। আর চুপ থাকতে রাজি নয় সমর্থকরা। এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলের বড়-ছোট সকল ফ্যান ফোরাম। বলা বাহুল্য, ইস্টবেঙ্গল ক্লাবের সামনে একাধিক পোস্টার ও গো ব্যাকের স্লোগান লিখে রাখা হয়েছে, যার ছবি ইতিমধ্যেই ভাইরাল। ফলে বোঝা যাচ্ছে, বিগত কয়েক দিনের অন্যতম বড় বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে ইস্টবেঙ্গল সমর্থকরা।


শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবে রুদ্ধদ্ধার বৈঠক করেন লাল-হলুদ কর্তারা। ক্লাব কর্তারা কর্মসমিতির বৈঠকের পর সাফ জানিয়ে দিয়েছে তাঁরা কোনও ভাবেই শ্রী সিমেন্টের দেওয়া চুক্তিপত্রে সই করবে না। আর তারপর থেকেই স্যোশাল মিডিয়ায় ক্লাবের বিরুদ্ধেই গর্জে উঠেছেন সমর্থকদের একাংশ। তাঁদের বক্তব্য অবিলম্বে কী দেওয়া আছে চুক্তিপত্রে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। ক্লাবের কলকাতা লিগ থেকে আইএসএলে খেলা তো দূরের কথা, ক্লাবটাকেই তুলে দিতে চাইছেন ক্লাব কর্তারা।