দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : লিওনেল মেসি ক্লাব ছাড়তে চলেছেন সে কথা তিনি নিজেই জানিয়েছেন । আর তার ক্লাব ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে । তাকে নিতে হলে যে কোনো রকম ট্রানফার ফী দিতে হবে না এমনটাই মনে করেন মেসি । তাকে নিয়ে কোন রকম ব্যবসা করতে পারবে না বার্সালোনা। মেসির সঙ্গে বার্সার চুক্তি রয়েছে ২০২১ সাল পর্যন্ত। রিলিজক্লজ হিসাবে ধার্য রয়েছে ৭০০ মিলিয়ন ইউরো। তাই এক বছর আগে মেসি কে অন্য ক্লাবে যেতে হলে এই ৭০০ মিলিয়ন ইউরো রিলিজক্লজ পরিশোধ করতে হবে।
মেসির এই চুক্তিতে একটি শর্ত ছিল। সেই শর্ত অনুসারে মেসি যদি মরসুম শেষে ক্লাব ছাড়ে তাহলে ট্রানফার ফী দিতে হবে না । আর সেই ক্লাব ছাড়ার সময়টা ছিল ৩১ জুন পর্যন্ত। তবে করোনা ভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পিছিয়ে যায় এবং সেটা শেষ হয় আগষ্টে। তাই মেসির যুক্তি হলো যেহেতু মরসুম আগষ্টে শেষ হয়েছে তাই ৩১ আগষ্ট পর্যন্ত তিনি ফ্রিতে ক্লাব ছাড়তে পারবেন। কিন্তু বার্সালোনা সেটা মানতে নারাজ। তারা বলছে, চুক্তি অনুযায়ী জুনের ৩১ তারিখেই সেই শর্ত শেষ এবং আগামী মরসুমের আগে যেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো দিয়েই যেতে হবে লিও কে ।
মেসি যদি বার্সার এই চুক্তি না মানেন তাহলে বার্সালোনা প্রয়োজনে কোর্টেও যেতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ গনমাধ্যম স্পোর্ট। বার্সাভিত্তিক এই গনমাধ্যমটি জানিয়েছে , লিও যদি বার্সার এই সিদ্ধান্ত না মানে সে ক্ষেত্রে তারা নিজেদের ইতিহাসের সেরা প্লেয়ারটির বিপক্ষে কোর্টেও যেতে পারে।