দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : মেসি হীন বার্সা জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই আটকে গেল। এটলিটিকো বিলবাও এর সাথে 1-1 ড্র করলো। মেসির অভাব যে দূর করা সম্ভব না সেটা বোঝা গেল এদিনের ম্যাচেই।
বার্সা কোচ রোনাল্ড কোমান কোনো রাখ ঢাক না রেখেই বলে দিলেন ” আমি এক ব্যাপার নিয়ে বেশি কথা বলতে চাই না। কিন্তু এ ক্ষেত্রেতো কথাটা বিশ্বের সেরা ফুটবলার নিয়ে। মেসি যখন ছিলো প্রতিপক্ষরা বেশি ভয়ে থাকতো।আর আমরাও লিওকে বেশি বল পাস করতাম, ও প্রতিপক্ষের কাছে বল জমা করতো না, মেসি এখন নেই সেটা আমরা জানি কিন্তু আমরা সেটা বদলাতেও পারবো না।
আরও পড়ুন :দৃষ্টিহীন প্যারালিম্পিয়ানদের জন্য অভিনব উদ্যোগ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন লিওনেল মেসি
আগেও বিলবাও বার্সেলোনাকে চাপে রেখেছে। আজও তারা ম্যাচের 50 মিনিটে ইনিগো মার্টিনেসের গোলে এগিয়ে যায়। ম্যাচের 75 মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন মেম্পিস ডিপে। এই ম্যাচে লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া।