দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চলতি সপ্তাহেই শ্রী সিমেন্টকে নতুন ইনভেস্টর রূপে পেয়ে গেছে ইস্টবেঙ্গল, ফলে আইএসএল খেলার পথে আর কোন বাধা নেই সদ্য শতবর্ষ পূর্ণ করা এই ক্লাবটির। যার পরেই নিজেদের দলকে আরো শক্তিশালী করতে মাঠে নেমে পরেছেন ক্লাব কর্তারা।
লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব তাঁবুতে কান পাতলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই রক্ষনকে শক্তিশালী করতে জাতীয় দলে খেলা লেফট ব্যাক নারায়ণ দাসকে প্রস্তাব দিয়েছে। এর আগেও ২০১৫/১৬ মরশুমে লালহলুদ জার্সি গায়ে চাপিয়েছেন নারায়ণ। ওয়াকিবহাল মহল মনে করছে বর্তমানে কোন ক্লাব ছাড়া থাকা এই ফুটবলার কলকাতায় তার চেনা পরিবেশে ফিরবেন।
পৈলান অ্যারোসের সাথে পেশাদার ফুটবলে পথ চলা শুরু করা বছর ২৭-এর এই ফুটবলার এর আগে ডেম্পো, এফসি গোয়া, এফসি পুনে সিটি, দিল্লী ডায়নামোস এবং ওড়িশা এফসির হয়ে খেলেছেন।
২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সি গায়ে ২৯টি ম্যাচ খেলা নারায়ণ এক সময়ে লেফট ব্যাক পজিশনে জাতীয় দলের কোচেদের প্রথম পছন্দ ছিলেন, তবে বর্তমানে ইনজুরি এবং ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে কিছুটা দূরে সরে গেলেও ইস্টবেঙ্গল জার্সি গায়ে আইএসএলে নিজেকে প্রমান করে তিনি নিঃসন্দেহে আবারো ভারতীয় দলে ফেরাকে পাখির চোখ করবেন।