দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ছিন্ন হল এটিকে মোহনবাগানের সঙ্গে হাবাসের সম্পর্ক। শনিবার দলের কোচের পদ থেকে এই সরে এসেছেন হাবাস। চলতি ইন্ডিয়ান্স সুপার লিগে মোহনবাগানের যাত্রাটা খুব একটা ভালো যাচ্ছে না। মাত্র দুটো ম্যাচে জয়লাভ করেছে সবুজ-মেরুন ব্রিগেড। মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ৫-১ গোলে পরাজয় ছবিটাকেই বদলে দিয়েছিল। গত চার ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড জয়লাভ করতে পারেনি।
এই পরিস্থিতির কথা বলতে গিয়ে হাবাস বলেছেন, ‘এই ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছে আমার নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি।এই এটিকে মোহনবাগান দলে তারকা ফুটবলারের কোনও অভাব ছিল না। একের পর এক ম্যাচে জয়ের মুখ দেখতে না পাওয়ার কারণে স্প্যানিশ কোচের উপরে চাপ ক্রমশ বাড়তে শুরু করেছিল। অবশেষে তিনি নিজের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করলেন।
ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম সফল ম্যানেজার আন্তোনিও লোপেজ হাবাস, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ২০১৪ সালে ATK দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন হাবাস। অভিষেক মরশুমেই প্রথমবার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে পরাস্ত করে ISL খেতাব জয় করেছিল ATK। পরের বছর ATK-কে হাবাস সেমিফাইনাল পর্যন্ত তুলে নিয়ে গেলেও দুর্ভাগ্যক্রমে চেন্নাইন এফসি’র কাছে হেরে যেতে হয়।