দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত রবিবার বিষয়টা সকলে জেনে গিয়েছিল। সেই অপেক্ষার অবসান ঘটল সোমবার সন্ধ্যায়। কোচ হিসেবে জুয়ান ফেরান্ডোর নাম ঘোষণা করল এটিকে মোহনবাগান। মঙ্গলবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সবুজ-মেরুনের ডাগআউটে দেখা যাবে তাঁকে।
মেরিনার্সদের কোচ হওয়ার পর ফেরান্ডো জানান, দলের জন্য আমি প্রথম দিন থেকেই নিজের ১১০ শতাংশ দেব। খুব দ্রুত সমর্থকরা ভালো ফুটবল দেখতে পাবেন এবং উচ্ছ্বাস করার সুযোগ পাবেন। দলেকে ঘুরিয়ে দাঁড় করানো আমার প্রথম চ্যালেঞ্জ।
গত রবিবার টুইট করে এফসি গোয়ার কর্ণধার লিখেছিলেন , ‘ভীষণ হতাশার সঙ্গে জানাচ্ছি হুয়ান ফেরান্ডো আমাদের কাছে পদত্যাক পত্র পাঠিয়েছেন এবং রিলিজ লেটার চেয়েছেন। এটিকে মোহনবাগানে যোগ দিতে যেন কোনও অসুবিধা না হয় সেই জন্যই উনি রিলিজ চেয়েছেন।
ফেরান্ডোর ওপর বিশেষ নজর ছিল সবুজ-মেরুন কর্তাদের। তাঁকে আনার জন্য নাকি মুখিয়ে ছিল এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। ফেরান্ডোর পারফরম্যান্সে খুব একটা খুশি নয় গোয়া টিম ম্যানেজমেন্ট।