দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষে চলতি ISL-এ সাফল্যের স্বাদ পেল এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার বিরুদ্ধে তারা ২-১ গোলে জয়লাভ করে। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন নাওরেম মহেশ সিং। ৯ মিনিট এবং ৪১ মিনিটের মাথায় তিনি গোল করেন। গোয়ার হয়ে একটি গোল করেন অ্যালবার্তো নগুয়েরা।
বুধবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখতে পাওয়া যায় এসসি ইস্টবেঙ্গলকে। ম্যাচের ৯ মিনিটের মাথায় বক্সের মাঝামাঝি অঞ্চল থেকে নাওরেম সিংয়ের বাঁ পায়ের শট লাল-হলুদ ব্রিগেডকে ১-০ গোলে এগিয়ে দেয়। তবে এই অগ্রগমন খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিভেরা ব্রিগেড। ৩৭ মিনিটের মাথায় জর্জ ওর্টিজ বল বাড়িয়ে দেন। বক্সের বাঁদিক থেকে অ্যালবার্তো নগুয়েরার বাঁ পায়ের শট গোয়ার হয়ে সমতা ফিরিয়ে আনে।
এই আনন্দের মুহূর্তও দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। আবারও সেই নাওরেম সিং। তাঁর বাঁ পায়ের শট গোলপোস্টের ডানদিকের কোন ঘেঁসে বিপক্ষের জালে জড়িয়ে যায়। সেইসঙ্গে ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আপাতত এই জয়ের পরই পয়েন্ট টেবিলে দশম স্থানে উঠে এসেছে ইস্টবেঙ্গল।