দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাবার মত স্বপ্নের পারফরম্যান্স। দুরন্ত খেলা দেখালেন কলকাতা মাঠের প্রাক্তনী জামসেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি। তাঁর হ্যাটট্রিকে দ্বিতীয় লেগের ডার্বিতেও জয়লাভ করল এটিকে মোহনবাগান। লিগ টেবিলে তারা চতুর্থ স্থানে উঠে এল। সবুজ-মেরুন ব্রিগেডের হাতে নিভে গেল লাল-হলুদ মশাল। ৩-১ গোলে জয়লাভ করল মোহনবাগান। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ড্যারেন সিডোল। চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের ভবিষ্যত অন্ধকার হল তা নিয়ে কোনও সন্দেহ নেই।
শনিবার ৬১ মিনিটে দীপক টাংরির পরিবর্তে মাঠে নেমেছিলেন কিয়ান। ৬৪ মিনিটে তিনি প্রথম গোলটি করেন। বক্সের বাঁদিক থেকে ডান পায়ের শট দলের হয়ে সমতা ফেরায়। ৬৭ মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ডেভিড উইলিয়ামসন। পেনাল্টি শট গোলপোস্টের অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায়। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। মনে হচ্ছিল, ম্যাচটা চোখ বন্ধ করে ড্র হচ্ছে। তবে ফুটবল খেলা অনিশ্চিত তা আরও একবার প্রমাণিত হয়ে গেল।
৯০+৩ মিনিটে প্রায় একই স্টাইলে গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দিলেন কিয়ান। সেই ধাক্কা ইস্টবেঙ্গল হজম করতে না করতেই পরের মিনিটে লাল-হলুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কিংবদন্তী ফুটবলার জামসিদ নাসিরির ছেলে। তাঁর বাঁ পায়ের শট আরও একবার সবুজ-মেরুন ঝড় তোলে।