দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষে থামল সব লড়াই। জীবন যুদ্ধে হেরে গেলেন সাতের দশকের বিখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ দুপুর ১.৫৪ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান ফুটবলার।
গত ২২ জানুয়ারি চিরঘুমে চলে গিয়েছিলেন সুভাষ ভৌমিক। তাঁর শরীরে কোভিড থাবা বসিয়েছিল। সেই রোগ নিয়েই গত ২৩ জানুয়ারি ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন প্রধানে খেলা এই প্রাক্তন উইঙ্গার-স্ট্রাইকার। করোনায় আক্রান্ত হওয়ার জন্যই একাধিক রোগে আক্রান্ত হতে শুরু করেন সুরজিৎ। গত ২৯ জানুয়ারি থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা শুরু হয়েছিল।
সাতের দশকের শুরুতে খিদিরপুর ক্লাবের জার্সি গায়ে তাঁর কলকাতা ময়দানে আবির্ভাব। প্রথম বড় ক্লাব মোহনবাগান হলেও, ১৯৭৪ সালে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে নেন। এরপর টানা ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লাল-হলুদ বাহিনীর অপরিহার্য ফুটবলার। তাঁর পায়ের জাদুতে মোহিত ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আপমর ক্রীড়াপ্রেমী সুরজিৎ সেনগুপ্তর পায়ের জাদুতে মোহিত হয়েছেন।