দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পরিকল্পনা অনেক দিনের। আবেগ ঘন মূহুর্তের সংকলন নিয়ে তৈরী হবে আর্কাইভ। লাল-হলুদ তাঁবুতে আর্কাইভের সাজসজ্জা চলছে জোরকদমে। শেষ তুলির টান দিতে প্রস্তুত ইস্টবেঙ্গল শিবির। ১৭ অগাস্ট ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রধান কোচ হিসেবে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে স্টিফেন কনস্টানটাইন লাল-হলুদ অনুশীলনে নেমেই জানান বিদেশি সব ফুটবলারকে বেছে ক্লাবকে জানাবেন। ভারতীয় ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু হবে বলে জানান ইস্টবেঙ্গলের নবনিযুক্ত ব্রিটিশ কোচ। তবে ইভান গঞ্জালেস ছাড়া এখনও কোনও বিদেশির নামই সরকারি ভাবে ঘোষনা করেনি ক্লাব।