দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পর্তুগাল: ১ (রিকার্ড হোর্তা)
দক্ষিণ কোরিয়া: ২ (কিম ইয়ং গওন, হং হি চান)
ফের বিশ্বকাপে রণহুঙ্কার এশিয়ার। জাপানের পর এবার জয়ধ্বনি দক্ষিণ কোরিয়ার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের সঙ্গে পয়েন্ট এবং গোলপার্থক্য সমান থাকলেও গ্রুপ পর্বে বেশি গোল করার সুবাদে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করল এশিয়ার দৈত্যরা। দ্বিতীয় এশিয় দল হিসাবে শেষ ১৬-য় পা রাখলে কোরিয়া।
নকআউটে যেতে হলে পর্তুগালের বিরুদ্ধে জিততেই হবে। দিনের অপর ম্যাচে উরুগুয়ের বেশি গোলে জেতা চলবে না। দুই সমীকরণ মাথায় রেখে এদিন খেলতে নেমেছিলেন সন হিউং মিনরা। সৌভাগ্যবশত দিনের দুটি ম্যাচের রেজাল্ট যায় উত্তর কোরিয়ার পক্ষে। নিজেদের ম্যাচে দুর্দান্ত খেলে পর্তুগালকে ২-১ গোলে উড়িয়ে দেয় কোরিয়া। অন্য ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারালেও গোলপার্থক্যে কোরিয়াকে টপকাতে পারেনি উরুগুয়ে। ফলে পয়েন্ট এবং গোলপার্থক্য সমান থাকলেও বেশি গোল করার সুবাদে পরের রাউন্ডে চলে গেলেন সনরা।