দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ইস্টবেঙ্গল – ১ (ক্লেইটন)
জামশেদপুর – ২ (হ্যারিসন, হৃত্বিক)
জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হার ইস্টবেঙ্গলের। ক্লেটন সিলভা প্রথমার্ধে লাল-হলুদকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে গোল করেন সয়ার এবং ঋত্বিক দাস। বাঙালি ঋত্বিকের গোলেই হারল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে এগিয়ে গিয়েও দুই গোল হজম। স্টিফেন কনস্ট্যানটাইনে ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ এ ব্যর্থ ইস্টবেঙ্গল। যুবভারতীতে জামশেদপুর এফসির কাছে হেরে লাল হলুদ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরেই। জামশেদপুরের দুই গোলেরই কারিগর সুপারসাবরা ও ম্যাচের সেরা হৃত্বিক দাস। লিগ টেবিলের নবম এবং দশম দলের লড়াইয়ে হারে প্রথম ছয়ে থাকার সম্ভাবনা প্রায় নেই। শীতের রাতে যুবভারতীতে দর্শকসংখ্যা হাজার তিনেক। স্টিফেন কনস্ট্যানটাইন নামান কিরিয়াকু ও সার্থক গোলুইকে। ডহের্টি এবং জেরির পরিবর্তে। টাটার শহরে জামশেদপুরকে ৩-১ গোলে হারিয়েছিল লাল হলুদ ব্রিগেড।
মহেশ, কিরিয়াকুরা ম্যাচের ১২ মিনিটে গোল করে এগিয়ে যায়। লিমার পাস থেকে মহেশের শট জামশেদপুর গোলকিপার বিশালের হাত থেকে বেরিয়ে যাওয়া বলে ফিরতি শটে গোল ক্লেইটন সিলভার। ইস্টবেঙ্গলের প্রতি ম্যাচেই গোল করছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। আইএসএলে নবম গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে একনম্বরে ক্লেইটন। জামশেদপুরের হৃত্বিকের পাস থেকে সাইড নেটে মারেন বরিস। ৩৮ মিনিটে লাল হলুদ কিপার শুভমের গায়ে মারেন রাফায়েল। ৬১ মিনিটে পরিবর্ত ফুটবলার ঈশান পণ্ডিতার শট লাল হলুদ কিপার শুভমের পায়ে লেগে প্রতিহত হয়ে ফিরতি শটে গোল সুপারসাব হ্যারিসন সয়ারের। ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোল হজম। জার্মানপ্রীতের সেন্টার থেকে হেডে গোল করেন হৃত্বিক দাস। কলকাতায় ইস্টবেঙ্গলের ডেরায় আইএসএলে হার ছয়ে শেষ করার স্বপ্ন কার্যত শেষ লাল হলুদ শিবিরের।