দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে দেখাতে যে কোনও সময় ডাগআউট বদলায় খেলা! কখন যে কোথায় বসত করে, কে জানে! মারগাও দেখল উত্তেজক আর সর্বাঙ্গ সুন্দর আইএসএল ফাইনাল। টাইব্রেকারে হলে তো কথাই নেই। এই মরসুমে আইএসএলের সেরা কিপার বিশাল কাইথ। পাবলো পেরেস বাইরে মারতেই ভারতসেরা মোহনবাগান। নির্ধারিত সময়ে স্কোরলাইন ২-২। টাইব্রেকারে ৪-৩ জিতল হুয়ান ফেরান্দোর টিম।
সকাল থেকেই কলকাতার বাতাসে হিমেল ছোঁয়া। মেঘলা আকাশ দিনভর। সঙ্গে ইলশেগুড়ি বৃষ্টি। প্রচণ্ড দাবদাহে পা দেওয়ার আগে স্বস্তির বায়ুমণ্ডল ঘুরছে শহর জুড়ে। সবুজ মেরুনও বোধহয় এমনই স্বস্তি খুঁজছিল। এটিকে এবং মোহনবাগানের সংসারে দ্বিতীয় আইএসএল ফাইনাল।