দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল ‘এটিকে’। পরের মরসুম থেকে দলের নতুন নাম হচ্ছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’। আইপিএলে সঞ্জীবের দলের নাম ‘লখনউ সুপার জায়ান্টস’। সেই আদলেই ফুটবল দলেরও নাম দিলেন তিনি।
মোহনবাগান জেতার পরে সঞ্জীব বলেন, ‘‘বাগান সমর্থকরা মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন। আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি। এটাই মোহনবাগান সদস্য ও সমর্থকেদের আমার উপহার।’’