দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে এফএসডিএল। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল অভিযান শুরু করবে পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২৩ সেপ্টেম্বর মোহনবাগান যুবভারতীতে খেলবে আইএসএলের প্রথম ম্যাচ। সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। আইএসএলের প্রথম ডার্বি ২৮ অক্টোবর।
এক ঝলকে দেখে আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি: ২৩ সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা), ২৭ সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা), ৭ অক্টোবর বনাম চেন্নাইয়িন (চেন্নাই, রাত ৮টা), ২৮ অক্টোবর বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা), ১ নভেম্বর বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা), ২ ডিসেম্বর বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা), ৬ ডিসেম্বর বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা), ১৫ ডিসেম্বর বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা), ২০ ডিসেম্বর বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা), ২৩ ডিসেম্বর বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা),২৭ ডিসেম্বর কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)। To