দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ ফুটবল স্পোর্টস ডেভেলাপমেন্ট লিমিটেড (এফএসডিএল) অনুষ্ঠানিক ভাবে সপ্তম আইএসএলে ইস্টবেঙ্গল এর খেলার কথা ঘোষণা করলো। FSDL এর চেয়ার পার্সন নীতা আম্বানি এই ঘোষণা করেন।
এবারের মরশুমে আইএসএলের ১১’তম দল হিসেবে খেলবে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্ট-মোহনের ডার্বি’র জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারতীয় ক্লাব ফুটবলপ্রেমীরা। নীতা আম্বানি’র মতে এই যুযুধান দুই ক্লাবের মুখোমুখি হওয়া ISL এ একটি নতুন দিগন্ত খুলে দেবে। এফএসডিএলের চেয়ার পার্সন নীতা আম্বানি এই বিষয়টি ট্যুইট করে জানান ।
ATK মোহন বাগান আইএসএল খেলছে। কিন্তু ইস্টবেঙ্গল কবে খেলবে এই নিয়ে ময়দানে নেট পাড়ায় তর্ক বিতর্ক ঠাট্টা ইয়ারকি চলছিল অনেক দিন ধরেই। লাল-হলুদের সমর্থকদের একটাই চিন্তা ছিল কবে আসবে বিনিয়োগ। এই বছর ইস্ট বেঙ্গল ক্লাবের শততম বর্ষ ফলত: লাল হলুদ ক্লাব কর্তৃপক্ষ ISL এই খেলাটাকে শতবর্ষে ক্লাবের একটা অ্যাচিভমেণ্ট হিসেবেই দেখছে।
তবে এবার ইস্ট বেঙ্গল এর আইএসএল এ খেলা যে ভাগ্যের ওপর দাঁড়িয়ে আছে তার একটা হালকা আভাস আগেই পাওয়া গিয়েছিলো। কিছুদিন আগেই সূত্রের খবর ছিল আইএসএলের আয়োজকরা দশটি দলকে নিয়ে বৈঠক করে জানিয়ে দেয়, এ বারের টুর্নামেন্টে বাড়ানো হবে না দলের সংখ্যা। ফলে এই ঘোষণা লাল হলুদ ভক্তদের ক্ষোভ বাড়িয়েছিল অনেকটাই।
তবে, শেষ মুহূর্তে ফিনিশার কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁরই উদ্যোগ ও হস্তক্ষেপে ইস্ট বেঙ্গলের ‘রাহু-দশা’ কাটে। মিটে যায় স্পনসর-সমস্যা। চলতি মাসের গোড়ায়, মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন ইনভেস্টর ‘শ্রী সিমেন্ট’ ব্র্যান্ডের সাথে চুক্তি সারে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আর প্রায় এই ঘটনার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণের তোড়জোড়। স্পন্সর নিশ্চিত হওয়ার সাথে সাথেই আইএসএল খেলার জন্য আবেদন করে লাল হলুদ কর্তৃপক্ষ।
আজ শতাব্দী প্রাচীন ক্লাবের আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী তিনি স্পন্সর সমস্যা মেটার দিন বলেছিলেন, আমরা চাই, ইস্টবেঙ্গলও আইএসএল খেলুক। অন্যদিকে এটিকে-র সঙ্গে যুক্ত হওয়ায় কলকাতার অন্য বড় ক্লাব মোহনবাগানের আইএসএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে। এবার ওই কারণেই আইএসএল এও ডার্বি উপভোগ করবেন সকলেই।
এবার দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল ছাড়াও আইএসএলে আর কোন কোন দল খেলেছে-
এটিকে মোহনবাগান,
মুম্বই সিটি এফসি,
ওড়িশা এফসি,
নর্থইস্ট ইউনাইটেড,
হায়দরাবাদ এফসি,
বেঙ্গালুরু এফসি,
চেন্নাইয়িন এফসি,
এফসি গোয়া,
কেরল ব্লাস্টার্স,
ও জামশেদপুর এফসি।