34 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    লাল হলুদ সমর্থকদের দম্ভচূর্ণ! এস সি ইস্ট বেঙ্গল নামে খেলার প্রস্তাব ক্লাব কর্তাদের?

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে ইস্টবেঙ্গল। আর সেটাও দীর্ঘ টালবাহানার পর অবশেষে গত রবিবার সম্ভব হয়েছে। কিন্তু নামের চক্করে ঘুরপাক খাচ্ছিল বিতর্ক। লাল হলুদ সমর্থকদের দাবি ছিল তারা ইস্ট বেঙ্গল নামেই খেলবে, বাগানের মত সামনে ‘এটিকে’ লাগাবে না! সেই দম্ভে ময়দান থেকে মোবাইল দাপিয়ে বেড়াচ্ছিল লালহলুদ সেনা। কিন্তু কী নামে ISL খেলছে ইস্টবেঙ্গল? নামের শেষে এফসি লাগবে নাকি স্পনসরের নামও যুক্ত হবে ক্লাবের নামের সঙ্গে এই নিয়ে জোর জল্পনা ক্লাব তাবুতে।

    নামের দোহাই নিয়ে আলোচনা চলছিল ক্লাবের অন্দরেও। শতবর্ষে বয়ে চলা ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সিংহভাগটাই এই চর্চাতে শেষ হয়েছে। সূত্রের খবর ওই সভায় দুটি নাম প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে যেকোনো একটি নাম বেছে নেবে ইনভেস্টর সংস্থা। শোনা যাচ্ছে, ক্লাবের কর্মসমিতির বেশিরভাগ সদস্যই রাজি হয়েছেন ‘এস সি ইস্টবেঙ্গল’ নামে আইএসএল খেলতে। প্রস্তাবিত অপর নামটি হল ‘ইস্টবেঙ্গল এফসি’।

    তাঁদের যুক্তি, এর আগে ‘কোয়েস ইস্টবেঙ্গল’ নামে যখন কারোর আপত্তি ছিলনা। এবারও মূল স্পনসর শ্রী সিমেন্টের নামের অদ্যক্ষর ‘এস সি’ ক্লাবের নামের আগে যুক্ত করায় আপত্তি থাকার কথা নয়। তবে ‘ইস্টবেঙ্গল এফসি’ নামে যদি ইনভেস্টররা রাজি হয় তবে সেটাই ক্লাবের পক্ষে ভালো বলে মত প্রকাশ করেছেন অধিকাংশ কর্তা।

    এই প্রসঙ্গে ক্লাবের এক শীর্ষ কর্তার দাবি, ‘নাম যদি বদলও হয়, এতে সমস্যা কোথায়। আমরা ক্লাবের জার্সি, লোগো সব পেয়েছি। ক্লাবের কিছু মুষ্টিমেয় কিছু কর্তা এই নিয়ে বেঁকে বসে আছেন। এতে সমস্যা বাড়বে বই কমবে না। আর শ্রী সিমেন্ট সংস্থা ইস্টবেঙ্গল ক্লাবের শুভানুধ্যায়ী। ক্লাবের ভাল হয়, এমন উদ্যোগই নেবে তাঁরা’।

    উল্লেখ্য, ইস্টবেঙ্গল আইএসএলের বিড তুলেছিল ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে। এফএসডিএল- এর তরফে পরে জানানো হয়, যে নামে ক্লাব আবেদন করবে, সেই নামটাই তাদের পাঠাতে হবে এএফসি-তে। তাই ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আইনি জটিলতা ও সমস্যা এড়াতে ক্লাবের নাম বদল করতেই হবে। তাহলে কী নামে নামছে ইস্ট বেঙ্গল!

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...