দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ময়দানের ফুটবল প্রেমীদের কাছে বীনা মেঘে বজ্রপাতের মত খবর। আইলিগ কোয়ালিফায়ার শুরু হওয়ার মাত্র সাত দিন আগে করোনা আক্রান্ত ভবানীপুরের ফুটবলার আনসুমানা ক্রোমা। যদিও, এই রিপোর্ট মানতে রাজি নন লাইবেরিয়ান এই স্ট্রাইকার।
উল্লেখ্য, বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে রয়েছে দলগুলি। সেখান থেকে বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাটে ফেরেন ক্রোমা। কিছুদিন আগেই মহামেডানের তারকা মিডফিল্ডার তীর্থঙ্কর সরকারেরও করোনা ধরা পড়ে। তারপর আরও এক তারকার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। যদিও ক্রোমার শরীরে কোনও উপসর্গ নেই। এর আগে কোভিড পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছিল। এরপর দলের সঙ্গে হোটেলে কোরেন্টাইনে থাকছিলেন তিনি। এরপর তার রিপোর্ট পজিটিভ আসায় নিজের ফ্ল্যাটে ফেরেন তিনি।
যদিও ভবানীপুর কর্তাদের কাছে আরও একবার কোভিড পরীক্ষার আবেদন জানিয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, পিয়ারলেসের হয়ে খেলা এই বিদেশি খেলোয়াড়। গত মরসুমে কলকাতা লিগে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়ার পর মরশুমের শেষদিকে ইস্টবেঙ্গলে যোগ দিলেও তাঁকে নিয়ে বিতর্ক দানা বাঁধে।
এমনকি কোচ মারিও রিভেরার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংবাদমাধ্যমের সামনেই। তাঁকে শোকজ নোটিশও ধরায় সে সময়ের কোয়েস ইস্টবেঙ্গল। আইলিগের কোয়ালিফায়ার টুর্নামেন্ট শুরু হতে সাতদিন বাকি তার আগেই আবার নতুন বিতর্কে জড়ালেন ক্রোমা।