দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গতকাল লা লিগা লীগে বার্সেলোনার হয়ে মাঠে নেমে সেল্টা ভিগোর বিরুদ্ধে আবার স্কোরশিটে নাম তুললেন আনসু ফাতি। মাত্র ১১ মিনিটের মাথায় ফিলিপ কুটিনহোর পাস থেকে লা লিগা লীগে নিজের দশম গোলটি করেন এই ১৭ বছর বয়সী তরুণ। লা-লিগার এই মরশুমে দুটি ম্যাচে এটি তার তৃতীয় গোল। বার্সেলোনার হয়ে এই লীগে অন্য গোল স্কোরাররা হলেন রবার্তো এবং লিওনেল মেসি। মাত্র ২৬ টি ম্যাচে ১০ টি গোল করে ফাতি উঠে এলেন তালিকার দ্বিতীয় স্থানে। একই সংখ্যক গোল করতে মেসির লেগেছিল ৩০ টি ম্যাচ।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ লীগের ম্যাচেই মুখোমুখি মেসি-রোনাল্ডো
কাল সেল্টা ভিগোর বিরুদ্ধে আনসু ফাতির প্রথম গোলের পর প্রথম অর্ধেই ১১ জন থেকে ১০ জনের দল হয়ে পড়ে বার্সা। দুবার হলুদ কার্ড দেখার ফলে মাঠের বাইরে চলে যেতে হয় ক্লিমেন্ট লেঙ্গেল্টকে।
দ্বিতীয় অর্ধে ৫১ মিনিটের মাথায় মেসির ক্রস থেকে আত্মঘাতী গোল করে দলকে আরও বিপদের সম্মুখীন করে তোলেন লুকাস ওলগা। অতিরিক্ত সময়ে বার্সার হয়ে শেষ গোলটি করেন রবার্তো।
মিগুয়েল বায়েজার শট থেকে একটি গোল করে হয়তোবা কিছুটা ম্যাচে ফিরতে পারতো সেল্টা ভিগো। কিন্তু দুর্ভাগ্যবশত বারে লেগে বাইরে চলে যায় শটটি। মূলত: আনসু ফাতি এবং রবার্তোর গোলের জেরেই নিজেদের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিল বার্সেলোনা। আগামী দিনে এই লীগে তাদের অবস্থান কী হয় সেটাই এখন দেখার।