15 C
Kolkata
Wednesday, January 19, 2022
More

  IFA তে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে নথিভুক্ত হল ইস্টবেঙ্গল

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এখনও চূড়ান্ত হল না ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) কী নামে খেলতে নামবে লাল-হলুদ টিম। তবে সূত্রের খবর ইতিমধ্যে আইএফএ-তে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামেই নথিভুক্ত হয়েছে ইস্টবেঙ্গল। অর্থাৎ এবারের কলকাতা লিগে নতুন নাম নিয়েই মাঠে নামবে লাল-হলুদ শিবির।

  উল্লেখ্য,বৃহস্পতিবার আইএফএ’র গভর্নিং বডির সভায় সেই নতুন নাম চূড়ান্ত হলেও শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের যে সমস্যা তৈরি হয়েছে, এখনও তা পুরোপুরি মেটেনি বলেই ময়দানে শোনা যাচ্ছে। ইতিমধ্যে মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ এবং বিনিয়োগকারী সংস্থার অতিরিক্ত সাধারণ সভায় নতুন এক বিতর্ক তৈরি হয়েছে।

  কী সেই বিতর্ক? জানা গিয়েছে ক্লাবের সংবিধানের ১২ডি, ১৩ এবং ১৮ নম্বর ধারা নিয়ে বিনিয়োগকারী সংস্থার বিরোধিতা করেন কয়েকজন ক্লাব সদস্য। আসলে সেই তিন ধারার মূল বিষয় হল এই যে ইস্টবেঙ্গল কোনও ‘কোম্পানি নির্ভর ক্লাব’ নয়। তাই সেক্ষেত্রে সদস্যদের উপযুক্ত মর্যাদা দিতেই হবে এবং ক্লাবের ভবিষ্যতের নীতি রূপায়ণ করতে সদস্যদের মতামতকেই প্রাধান্য দিতে হবে। কিন্তু সেই শর্তে রাজি নয় বিনিয়োগকারী সংস্থা। সদস্যদের সেই আপত্তি নিয়ে তারা প্রশ্নও তুলেছে।

  এরইমধ্যে বৃহস্পতিবারও সেই সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষ আলোচনায় বসেছিল। সূত্রের খবর, সদস্যদের আপত্তি থাকায় বিনিয়োগকারী সংস্থা কোন ঝুঁকি নিতে চাইছে না। এমনকি তারা ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে লিখিত প্রতিশ্রুতিও চেয়েছেন। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কখনো বিষয়টি আদালত অবধি গড়ায় তাহলে পুরো দায়িত্বই ক্লাবের উপর বর্তাবে। এমনকি বিনিয়োগকারী সংস্থাকে সেই মামলার খরচ ও বহন করতে হবে না। যাবতীয় আর্থিক দায়ভার থাকবে ইস্টবেঙ্গল ক্লাবেরই।

  যদিও সূত্র জানাচ্ছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার দাবি করেছেন,অতিরিক্ত সাধারণ সভায় যাবতীয় কার্যকলাপ ব্যাখ্যা করা হলেই বিনিয়োগকারী সংস্থার কোনও আপত্তি থাকবে না আর কয়েকদিনের মধ্যেই যাবতীয় সমস্যা মিটে যাবে।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  জঙ্গিদের নিশানায় মোদী ! সতর্ক গোয়েন্দা সংস্থা গুলি

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আসন্ন প্রজাতন্ত্র দিবসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আতঙ্কবাদী হামলার ছক ! এই বিষয়ে...

  বিদুৎ গতিতে নামবে করোনা গ্রাফ ! বলছে SBI-র সমীক্ষা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করোনার তৃতীয় ঢেউর আশঙ্কা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। একাধিক সমীক্ষা ও গবেষণায় বলা হচ্ছে, জানুয়ারি...

  বিধি নিষেধের জেরে মিলছে সুফল , দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দেশের ৯২ শতাংশই টিকা পেয়েছে। বছরের শুরু থেকে আবার ১৫-১৮ বছর বয়সিদের টিকাদান শুরু...

  রাজ্য জুড়ে শীতের আমেজ , তবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে হিমেল আমেজ। আগামী ২৪ ঘণ্টায় আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা।...

  প্রয়াত বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : প্রয়াত বিখ্যাত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত...