দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সবকিছু ঠিকঠাক থাকলে পিএসজি ছেড়ে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে নামতে দেখা যাবে উরুগুয়ের তারকা ফুটবলার এডিনসন কাভানিকে। যদিও এখনও ফাইনাল ডিল হয়নি, তবুও অনেকেই মনে করছেন দু বছরের কন্ট্রাক্টে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দেখা যেতে পারে কাভানিকে। গত জুনেই পিএসজির সাথে কন্ট্রাক্ট শেষ হয়েছে এই তারকা ফুটবলারের। সূত্রের খবর অনুযায়ী নেইমারের সঙ্গে বনিবনা না হবার কারণেই পিএসজি ছেড়ে বেরিয়ে আসেন কাভানি।
তারপরেই মৌখিক কথাবার্তার মাধ্যমে ম্যান ইউনাইটেড সূত্রে ইঙ্গিত মেলে প্যারাগুয়ের স্ট্রাইকারকে নিজেদের দলে নিতে ইচ্ছুক তারা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, ইউরোপীয় ফুটবলকে এখনো অনেক কিছু দেবার আছে কাভানির।
আরও পড়ুনঃ স্কোরশিটে আবারও ফাতির নাম, তিন গোলে সেল্টা জয় বার্সার
এডিনসন কাভানির বর্তমানে বয়স ৩৩, তবে ম্যান.ইউ তরফে জানানো হয়েছে বয়সটা কোনো বড় কথা নয়। দলের তরুণ খেলোয়াড়দেরও এখনো অনেক কিছু দেবার আছে কাভানির। অনেকেই মনে করছেন অ্যালিক্স স্যানচেজের জায়গায় সাইন করানো হতে পারে এই লাতিন আমেরিকান ফুটবলারকে। ক্লাবের খেলায় ৫৫৬ টি ম্যাচে মোট ৩৪১ টি গোল রয়েছে কাভানির। যার মধ্যে রয়েছে পিএসজির হয়ে খেলা ৩০১ টি ম্যাচে রেকর্ড সংখ্যক ২০০ গোল। উরুগুয়ের খেলা ১১৬টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৫০ টি গোল করেছেন কাভানি। তাই তার পায়ের জাদু এবং অভিজ্ঞতা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গী হয় তবে এর চেয়ে বড় সুখবর আর কিবা হতে পারে ফুটবল প্রেমীদের কাছে।