30 C
Kolkata
Monday, September 25, 2023
More

    ইস্ট বেঙ্গল আদৌ ISL খেলবে তো! আবার নতুন সমস্যা লাল-হলুদ বনাম শ্রী সিমেন্ট এর

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইস্টবেঙ্গলের উপর থেকে আশঙ্কার কালো মেঘ যেন সরতেই চাইছে না। সম্প্রতি ইনভেস্টর হিসেবে ক্লাবের সঙ্গে কোয়েস সম্পর্ক ছিন্ন করার পরে বেশ টালমাটাল অবস্থা ছিল ইস্টবেঙ্গলের। তখন আইএসএলে খেলার কথা স্বপ্নেও ভাবতে পারেননি অতিবড় ইস্টবেঙ্গল ভক্তও। এরপর শুরু হয় ‘স্পন্সর’ যোগাড়ের দীর্ঘ লড়াই। সেই লড়াইয়ের একেবারে শেষ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এফএসডিএল কতৃপক্ষের উদ্যোগে ‘লাল হলুদ শিবিরের’ স্পনসর হিসেবে পা রাখে শ্রী সিমেন্ট।

    আইএসএল (ISL) ও খুলে দেয় বিড পেপার। ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টের সঙ্গে যৌথভাবে নতুন কোম্পানি খুলে সেই বিড পেপার জমাও দেয়। স্বয়ং নীতা অম্বানিও ঘোষণা করেন আইএসএলে অফিশিয়ালি ১১ নং দল হিসেবে যোগ দিচ্ছে ইস্ট বেঙ্গল।

    কিন্তু এই অবধি সব ঠিকঠাক এগতে পারলেও ফের তৈরি হলো জটিলতা। সম্প্রতি ময়দানের ক্লাব তাবুতে স্পেশাল জেনারেল বডি মিটিং আয়োজিত হয়। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে মত পার্থক্যের কথা ব্যক্ত করেন সদস্যরা। আর তারপরেই এই নতুন সমস্যার উদ্ভব হয়। আসলে ক্লাবের তরফ থেকে যে ‘বন্ড’ যাওয়ার কথা ছিল ইনভেস্টরের কাছে তা এখনও যায়নি। ফলে এখনো ISL এ ইস্ট বেঙ্গলের খেলা ঝুলেই রইল।

    ময়দান থেকে যা শোনা যাচ্ছে তাতে ইনভেস্টররা এখনও কোনো অফিশিয়ালি স্ট্যান্ড নেয়নি। দু-এক দিন অপেক্ষা করবে লাল হলুদ শিবির। সমস্যা না মিটলে বিচ্ছেদ আসন্ন। এমনকি এও শোনা যাচ্ছে যে এফএলডিএল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের অবস্থান নিয়ে যে অনড় ‘লালহলুদ’ শিবির সেটাও জানানো হয়েছে।

    সমস্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে, ক্লাব সদস্যদের মূলত দুটি পয়েন্টে আপত্তি রয়েছে, এক, ক্লাব ও ইনভেস্টরের সংবিধান একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা। ফলে দুইপক্ষের মত পার্থক্য হলে কোম্পানির সংবিধানই অগ্রাধিকার পাবে।

    দুই, এছাড়া এতদিন পর্যন্ত সদস্যদের ভোটে কার্যকরী সমিতি তৈরি হত। কোম্পানির শর্তানুযায়ী সদস্যদের ক্লাব নিয়ে ভাল মন্দ ভাবার অধিকার নতুন বোর্ডের হাতে থাকবে ফলে এক্সিকিউটিভ কমিটির ভূমিকা কমবে। আর ক্লাবের এক্সিকিউটিভ কমিটি ও বিভিন্ন ক্রীড়া বিভাগের সচিবদের ভূমিকা অনেকটা কমে যাওয়ার বিষয়টা মনঃপুত হয়নি লাল-হলুদ সদস্যদের। এই কারণেই বিষাদের সুর মন্দ্রীত ময়দানের লাল-হলুদ তাবুতে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...