দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জার্মান মিডফিল্ডার ওজিলকে দল থেকে ছেঁটে ফেলল আর্সেনাল। ম্যানেজার মিখেল আর্টাটা তাকে দলের বাইরে রাখার পর থেকেই ক্লাবে অনিশ্চিত হয়ে পড়ে এই ৩১ বছর বয়সী ফুটবলারের ভবিষ্যত।মার্চ মাসের পর থেকেই গুনার্সদের হয়ে আর মাঠে নামতে দেখা যায় নি এই জার্মান আন্তর্জাতিক তারকাকে।
তার জায়গায় ডেডলাইনের শেষ দিনে ক্লাবে সই করা প্রাক্তন অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার থমাস পার্তিকেই গ্রুপ বি ম্যাচে র্যাপিড ভিয়েনার বিরুদ্ধে দলে রেখেছে আর্সেনাল। ৪৫ মিলিয়ন ইউরোর পরিবর্তে থমাসকে দলে সই করিয়েছিল আর্সেনাল।তাই তাকে বেঞ্চে বসিয়ে রাখার কথা ভাবাই প্রশ্নাতীত।


আরও পড়ুনঃ মহামেডান-কে সমীহ করলেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী গাড়োয়াল এফসি
অন্যদিকে আর্সেনালের মূল দলে জায়গা হয়নি সক্রেটিস প্যাপাস্তাপুলাস অথবা উইলিয়াম সালিবার মত তারকা ডিফেন্ডারদেরও। র্যাপিড ভিয়েনার পর গ্রুপ স্টেজেই আইরিশ দল ডুনডাক এবং নরওয়েজিয়ান দল মোলডের বিরুদ্ধে খেলবে গুনার্সরা। অন্যদিকে ওজিল, যিনি ২০১৩ সালে তৎকালীন ৪২.৩ মিলিয়ন ইউরোর পরিবর্তে ক্লাবে যোগ দিয়েছিলেন তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মরশুম শেষে।মঙ্গলবার তিনি জানান,ক্লাবের ম্যাসকট গুনারসরাসের অভিনয় যিনি করবেন,তাকে তার নিজের থেকে বেতন দেবেন তিনি।