দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য পল পোগবা জানালেন রিয়েল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলা তার স্বপ্ন। যদিও বর্তমানে তিনি ২০১৬ সালের চুক্তি অনুযায়ী ৮৯ মিলিয়ন ইউরোর পরিবর্তে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একজন স্বীকৃত খেলোয়াড়। সেকথা মাথায় রেখে তিনি আরো যোগ করেন,”বর্তমানে আমি ম্যানচেস্টার ইউনাইটেড দলের সঙ্গে যুক্ত এবং আমি সর্বতোভাবে চেষ্টা করছি সর্বোত্তম ফর্মে ফিরে আসার। আমি আমার ক্লাবকে ভালোবাসি। এখানে খেলতেও আমার ভীষণ ভালো লাগে। তাই দলের উন্নতির জন্য আমি সমস্ত কিছু করতে প্রস্তুত।”
আরও পড়ুনঃ জার্মান মিডফিল্ডার ওজিলকে ছাঁটল আর্সেনাল,ভরসা থমাস পার্তিতে
তবে আগামী গ্রীষ্মেই ম্যানইউয়ের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হতে চলেছে এই ২৭ বছর বয়সী খেলোয়াড়ের। যদিও এই কন্টাক্ট বাড়িয়ে দেওয়া যেতে পারে ২০২২ সাল অবধি। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে পোগবা জানান,”আমার মনে হয় ক্লাব আমার সঙ্গে এ বিষয়ে কথা বলবে। আমাকে জানানো হবে আগামী চুক্তি সম্পর্কে। বর্তমানে আমার এড উডওয়ার্ডের সাথে কোন কথা হয়নি। নতুন চুক্তির ব্যাপারেও আমাকে কেউ কিছু বলেনি।”
এর ফলেই জল্পনা দেখা দেয় পল পোগবা রিয়েল মাদ্রিদের হয়ে খেলতে চান কিনা সেই বিষয় নিয়ে। এ বিষয়ে প্রশ্ন করা হলে পোগবা স্পষ্ট উত্তর দেন,”প্রত্যেক ফুটবলারই রিয়েল মাদ্রিদের হয়ে খেলতে আগ্রহী। তাই আমারও স্বপ্ন একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবো।”
তবে একথাও তিনি পরিস্কার জানান, “দলের অন্যান্য সতীর্থদের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আমি আমার সর্বোত্তম খেলাই উপহার দেওয়ার চেষ্টা করব সবসময়।”
ভিডিও দেখুন: আইলীগের আড্ডা LIVE অথিতি বিখ্যাত স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস
প্রসঙ্গত উল্লেখ্য ম্যানইউয়ের মরশুম এবারে মোটেই ভালোভাবে শুরু হয়নি। শুরুর তিনটি ম্যাচের মাত্র একটিতেই জয় তুলে নিতে পেরেছে তারা। এমনকি শেষবার মাঠে নেমে টটেনহ্যামের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হার মেনে নিতে হয়েছে তাদের।
গত তিন ম্যাচেই দলের হয়ে খেলার শুরু থেকেই ছিলেন পোগবা। আগস্ট মাসে করোনা পজিটিভ পরীক্ষিত হয়ে সেল্ফ আইসোলেশনে থাকার পর এই প্রথম তাকে মাঠে দেখতে পেল ফুটবলপ্রেমীরা।