দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কলকাতা ময়দানে ফুটবলের জন্য দুঃসময় চলছে তো চলছেই। কিছুদিন আগেই আই লিগে আরা এফসির বিরুদ্ধে ৪-১ গোলেবড় জয় তুলে নিয়েছিল মহামেডান। কিন্তু মোহামেডানের এই জয়ের দিনেই হঠাৎই কোচ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইয়ান ল। সূত্র মারফত কানে এসেছিল নানা জল্পনা, অনেকেই মনে করছিলেন মূলত ক্লাব কর্তাদের সঙ্গে মনমালিন্য থেকেই কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইয়ান।আবার অনেকে বলেছিলেন কোচ পদ থেকে ইস্তফা নয়, বরখাস্ত করা হয়েছে ইয়ান লকে। উঠেছিল অন্যান্য জল্পনাও, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ন ছিল ক্লাবের গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ।
সংবাদসংস্থা পিটিআইকে ক্লাব তরফে ওয়াসিম আক্রম বলেন, ‘আমরা কোচকে বরখাস্ত করেছি। উনি টিমম্যান নন। আমাদের সহকারী কোচ, গোলকিপার কোচ এবং ম্যানেজারের সঙ্গে তাঁর সমস্যা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে আমরা প্রতিদিন অভিযোগ পাচ্ছিলাম।’
আক্রম আরও অভিযোগ করেন, “ব্যক্তিগত কথাবার্তাও ফাঁস করে দিয়েছিলেন ইয়ান। মহামেডানের সাধারণ সম্পাদক বলেন, “স্ক্রিনশট নিয়ে উনি আমার কথাবার্তাও ফাঁস করে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।”
আজ সকালে সূত্র মারফত সামনে এলো আরেকটি বড় খবর। ময়দান থানায় ইয়ান লয়ের নামে এফআইআর দায়ের করা হয়েছে মোহামেডান ক্লাব তরফে।
আরও পড়ুনঃ শারজায় নাইটদের পতন, ডিভিলিয়ার্স এর পরাক্রমে ৮২ রানের বড় জয় বিরাট বাহিনীর।
আমরা ক্যালকাটা মিররের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম প্রাক্তন মোহামেডান কোচ ইয়ান লয়ের সাথে। তবে এই এফআইআরের বিষয়ে আপাতত মুখ খুলতে চাননি তিনি। তিনি বলেন, “এই বিষয়ে আমার আপাতত কোন মন্তব্য নেই। আমি কোন ক্লাবের ভাবমূর্তি নষ্ট করতে চাই না। “