দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার করোনার গ্রাসে কিংবদন্তি ফুটবলার। কোভিডে আক্রান্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও আন্তর্জাতিক ফুটবলমহলে করোনার হানা এই প্রথম নয়। তবে রোনাল্ডোর মতো আর কোনও মহাতারকাকে এর আগে করোনা সংক্রমণের কবলে পড়তে হয়নি। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে উসেইন বোল্টের পর ক্রীড়া বিশ্বের এত বড় মাপের তারকার করোনা পজিটিভ হওয়ার খবর আগে মেলেনি।
পর্তুগীজ ফুটবল সংস্থা রোনাল্ডোর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। কোভিড পজিটিভ হওয়ায় সুইডেনের বিরুদ্ধে ম্যাচে দেশের হয়ে পর্তুগালের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। তাঁকে স্কোয়াড থেকে ছেড়েও দেওয়া হয়েছে। আপাতত দু’সপ্তাহ আইসোলেশনে থাকবেন সিআর সেভেন।
উল্লেখ্য, পর্তুগীজ ফুটবল সংস্থার তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘করোনা টেস্টে পজিটিভ হওয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জাতীয় দলের ট্রেনিং থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং, সুইডেন ম্যাচে ওকে মাঠে দেখা যাবে না।’
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, ‘পর্তুগালের জাতীয় দলের ফুটবলার আপাতত ভালো রয়েছেন। যদিও তাঁর কোনও উপসর্গ নেই তবুও তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। রোনাল্ডো পজিটিভ চিহ্নিত হওয়ায় দলের বাকি সকলেরও মঙ্গলবার সকালেই নতুন করো করোনা টেস্ট করা হয়। যদিও প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে এবং সকলেই অনুশীলনে যোগ দিতে পারবেন।’
শুধু জাতীয় দলের হয়ে নেশনস লিগের সুইডেন ম্যাচেই নয়, বরং জুভেন্তাসের হয়ে সিরি-এ’র পরের ম্যাচে এমনকি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গ্রুপ ম্যাচেও মাঠে নামতে পারবেন না রোনাল্ডো। যা এই মূহুর্তে ফুটবল প্রেমীদের কাছে সত্যিই খুব মন খারাপের খবর। তবে প্রত্যেকেই চাইছেন সি আর সেভেন যেন আবার নিজস্ব ক্ষিপ্রতায় মাঠে ফিরে আসেন।