দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে পেরুর বিরুদ্ধে হ্যাট্রিক করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নেইমার জুনিয়র। তার সামনে এখন শুধুমাত্র ব্রাজিলের সর্বসময়ের বিশ্ববিখ্যাত কিংবদন্তি পেলে। আজ লিমা পেরু বিরুদ্ধে খেলতে নেমে দুটি গোল হজম করলেও নেইমারের হ্যাটট্রিকের সাথে সাথে চার গোল ফেরত দেয় ব্রাজিল। আর এই হ্যাটট্রিকের সাথে সাথেই নিজের ৬৪ তম আন্তর্জাতিক গোলটি করে ফেললেন নেইমার। বেরিয়ে গেলেন ব্রাজিলের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ স্ট্রাইকার রোনাল্ডোকে।
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক গোলদাতা হিসেবে শীর্ষে থাকা পেলে খেলেছিলেন ৯২টি ম্যাচ।তার মোট গোল সংখ্যা ৭৭। অপরপক্ষে নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে খেলেছেন ১০৪ টি আন্তর্জাতিক ম্যাচ।
ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচে ছয় মিনিটের মাথায় ক্যারিলোর গোলে এগিয়ে যায় পেরু। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান কমান নেইমার জুনিয়র। কিন্তু ৫৯ মিনিটের মাথায় তাপিয়ার গোলে ম্যাচে ফেরে পেরু। এরপর অবশ্য আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৬৪ মিনিটে রিচারলিশনের করা গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল।
৮৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান নেইমার জুনিয়র। এরপর এক্সট্রা টাইমে আবার একটি গোল আছে তার পা থেকে।এই গোলের ফলেই সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্ট্রাইকার রোনাল্ডো ৬৩ গোলের রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। শেষ পর্যন্ত পেরুর বিরুদ্ধে ব্রাজিল জয় পায় ৪-২ গোলে।