দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ “নিউ নরমালে” অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা হয়েছে খেলার ময়দানকে।যতটা সম্ভব নিরাপত্তার চাদরে মুড়ে শুরু করা হয়েছে ক্রিকেট এবং ফুটবল। দর্শকরাও আর আসতে পারছেন না মাঠে। কিন্তু করোনা সংক্রান্ত দুঃসংবাদ চলছে তো চলছেই। কদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন সবার প্রিয় পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শুধু বিদেশ নয় আইএসএলকে ঘিরেও থাবা ফেলেছে করোনা। আক্রান্ত হয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট কোচসহ ৭ জন প্লেয়ার। আবারও কোভিড সংক্রান্ত দুঃসংবাদ থাবা বসালো খেলার ময়দানে। আক্রান্ত নর্থইস্ট ইউনাইটেডের সহকারী কোচ খালিদ জামিল। সূত্রের খবর অনুযায়ী সাত দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই হোটেলের মধ্যে আইসোলেশনে ছিলেন খালিদ।
আরও পড়ুনঃ আমি কোন ক্লাবের ভাবমূর্তি নষ্ট করতে চাই নাঃ ইয়ান ল
কিন্তু তার শারীরিক উন্নতি মোটেই সন্তোষজনক নয়। বরং অনেকেই মনে করছেন করোনা বেশ মারাত্মক প্রভাব ফেলেছে খালিদের শরীরে। শারীরিক অসুবিধার কারণেই আজ তাকে ভর্তি করা হয় উত্তর গোয়ার এক হাসপাতালে।
প্রসঙ্গত উল্লেখ্য উত্তর গোয়ারই এক হোটেলে এতদিন আইসোলেশনে ছিলেন তিনি। আশার কথা এই যে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার এখন অনেকটাই কমেছে আমাদের দেশে। তাই আশা রাখি চিকিৎসার গুনে দ্রুত সুস্থ হয়ে আবার খেলার ময়দানে ফিরবেন তিনি।